সৃষ্টের পালন দুষ্টের দমন- পৃথিবীতে দুষ্টকে দমন করে শান্তির বারতা নিয়ে আসে শ্রী শ্রী শ্যামা দেবী কালী। শ্যামা মায়ের পূজা উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১০নং ওয়ার্ডের চিত্তরঞ্জন দারোয়ান লাইন হরিজন কলোনীতে করোনা ভাইরাস সহ সকল অনাচার থেকে সমস্ত প্রানীকুলের মুক্তির উদ্দ্যেশে পূজা আর্চনা ও দিপাবলীর আয়োজন করা হয়।
শ্রী শ্যামা মায়ের কালী পূজা উপলক্ষে সকল সনাতন ধর্মাম্বলীদের শুভেচ্ছা জানান প্রধান অতিথি মিনোয়ারা বেগম, প্যানেল মেয়র- ৩ ও মহিলা কাউন্সিলর নাসিক ১০, ১১ ও ১২নং ওয়ার্ড, বিশেষ অতিথি মোঃ ইফতেখার আলম খোকন, কাউন্সিলর নাসিক ১০নং ওয়ার্ড ও সহ প্রচার সম্পাদক নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগ। বীরমুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ, সভাপতি ১০নং ওয়ার্ড আওয়ামীলীগ, জনাব নুরআলী, সাধারন সম্পাদক ১০নং ওয়ার্ড আওয়ামীলীগ, জনাব কামরুল হুদা বাবু, জনাব কাজী নাজমুল ইসলাম বাবুল, জনাব কাজী আমির ও বর্তমান খবর নিউজ পোর্টালের উপদেষ্টা ও যুবলীগ নেতা রুবেল মাদবর, শ্রী দুলাল রায় বিশিষ্ট ব্যবসায়ী, শ্রী সুমন চন্দ্রদাস বিশিষ্ট ব্যবসায়ী, শ্রী রঞ্জন লাল বেগী, সভাপতি শিব মন্দির কমিটি, রবি লাল বেগী, সাধারন সম্পাদক শিব মন্দির কমিটি, শ্রী সাজন রাম কোষাধক্ষ্য, শিব মন্দির কমিটি। শ্রী দিলীপ পোদ্দার, সভাপতি হরিসভা মন্দির।
চৌধুরীবাড়ী বিশিষ্ট ব্যবসায়ী সুমন চন্দ্র দাস বলেন, এই করোনা কালীন সময়ে সমস্ত বিশ্বের মানুষের কল্যানের জন্য করোনা পরিস্থিতি থেকে মুক্তির জন্য এ পূজার আয়োজন। পূজার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন- শ্রী ফারুক রাম, শ্রী সুজন লাল বেগী ও শ্রী রানা লাল বেগী।
Leave a Reply