ঈদ আনন্দ,ঈদ উৎসব, ঈদ খুশি, গরিব-দুঃখীর হাসি, প্রতি বছর ঈদের দিনে আমরা সব হিংসা-বিদ্বেষ ভুলে যাই। এই মহিমাময় দিন কোরবানীর ঈদ উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান নাসিক ১০ নং ওয়ার্ড যুবলীগ নেতা রুবেল হোসেন মাতবর।
ওয়ার্ড যুবলীগ নেতা রুবেল হোসেন মাতবর বলেন- এবার পবিত্র ঈদুল আযহায় করোনা ভাইরাসের কারনে দেশে এক অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করছে, এমন সময় পবিত্র ঈদ সমাগত যা আমাদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এই ঈদের আনন্দ উপভোগ করার পাশাপাশি করোনা সম্পর্কেও আমাদের সকলকে সচেতন হবে। করোনার সাথে লড়াইয়ে পারস্পরিক দুরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনেই আমাদের ঈদ পালন করবো। পরম করুনাময়, অসীম দয়ালু আল্লাহর দয়ায় সারাবিশ্বের সকল মানুষ অচিরেই স্বাভাবিক জীবন ফিরে আসুক এই প্রত্যাশা ব্যক্ত করে এবং দেশবাসীকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন।
Leave a Reply