নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১০ নং ওয়ার্ডের ঐতিহাসিক চিত্তরঞ্জন কটন মিলস ফুটবল খেলার বালুর মাঠ প্রাঙ্গণের অস্থায়ী পশুর হাটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে কোরবানির গরু। দেশের বর্তমান করোনা পরিস্থিতির কারনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সিটির অভ্যন্তরে এবার অস্থায়ী পশুর হাটের সংখ্যা কমিয়ে প্রায় তিন ভাগের এক ভাগ হাটের অনুমতি দিয়েছে। বিভিন্ন শর্তসাপেক্ষে হাটের যোগাযোগ নিরাপত্তা ব্যাবস্থা ইত্যাদি বিষয়ে বিবেচনা করে সিটি কর্পোরেশন থেকে হাটের অনুমতি দেয়া হয়।
নাসিক ১০ নং ওয়ার্ডের ঐতিহাসিক চিত্তরঞ্জন খেলার মাঠ গরুর হাটটি এবার ইজারায় পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহম্মেদ। গরুর হাটটিতে সার্বিক তত্ত্বাবধানে আছেন শ্রমিক লীগ নেতা আবুল কালাম• আওয়ামী লীগ নেতা হাজী মনির হোসেন মাতবর• আওয়ামী লীগ নেতা আ• কাদির মোল্লা।
এই অস্থায়ী পশুর হাট সম্পর্কে বর্তমান খবর প্রতিনিধিকে নাসিক ১০ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী ইফতেখার আলম খোকন বলেন~ বর্তমানে আমাদের দেশসহ সারা বিশ্ব করোনা মহামারিতে আক্রান্ত তাই সব কিছুর আগে খেয়াল রাখতে হবে আমাদের স্বাস্থ্য নিরাপত্তার দিকে। আমার ওয়ার্ডে প্রতিবছরের মতো এবারও কোরবানির ঈদের অস্থায়ী পশুর হাট বসছে। যারা এবার এই হাটটি সিটির কর্পোরেশন থেকে ইজারায় পেয়েছে তাদেরকে শুভেচ্ছা। এবারে দেশের বর্তমান পরিস্থির কারণে আমি হাটের ইজারাদার ও হাটের সাথে জরিত সবার সাথে যোগাযোগ করেছি। তারা আমাকে হাটে আগত ক্রেতা~ বিক্রেতাদের স্বাস্থ্য সেবা• থাকা~ খাওয়া• গ্যাস• পানি• বিদ্যুৎ• গাড়ি পার্কিংসহ সার্বিক নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করেছে। আমাদের এলাকার এই হাটে ক্রেতা সকলদের প্রতি আমন্ত্রণ রইল। আপনারা যারা হাটে আসবেন সম্ভব হলে বাচ্চাদের নিয়ে আসবেন না। মাক্স পরবেন• সামাজিক দুরত্ব বজায় রাখবেন। বারবার সাবান দিয়ে হাত ধোবেন। শুভেচ্ছা সবাইকে।
Leave a Reply