ঈদুল আযহা মুসলিম সম্প্রদায়ের বড় উৎসবের মধ্যে একটি। এই দিন সকল ভেদাভেদ ভুলে সাম্যের বন্ধনে আবদ্ধ হয় সমগ্র জাতি। এই দিন আল্লাহর সন্তুষ্টিরর জন্য মুসলমানগন পশু কোরবানি দেয়। পশু কোরবানির পর রক্ত ও বর্জ্য ঠিক মতো পরিস্কার না হলে পরিবেশ নষ্ট হয় এবং দুর্গন্ধ ছরায়। নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ সহ প্রচার সম্পাদক ও নাসিক ১০ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী ইফতেখার আলম খোকন কোরবানির বর্জ্য পরিস্কারের উদ্যেগ গ্রহন করেন।
বর্তমান খবর প্রতিনিধির সাথে একান্ত আলাপচারিতায় কাউন্সিলর খোকন বলেন- এলাকার জনগণ আমাকে কাউন্সিলর বানিয়েছে, আমি তাদের প্রতিনিধি। এলাকার জনগণের নাগরিক সুবিধা নিশ্চিত করা আমার দায়িত্ব ও কর্তব্য। কোরবানির পর সঠিকভাবে বর্জ্য পরিস্কার না হলে পরিবেশ নষ্ট হবে, দূর্গন্ধ ছড়াবে। তাই আমার এলাকায় প্রতিটা সমাজের লোকজন নিয়ে সামাজিকভাবে আমারা এই পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করি। আমার জনগণ সবাইকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ ও ধন্যবাদ জানাই পরিচ্ছন্নতার এই অভিযানে সতস্ফূর্তভাবে সবার অংশ নেওয়ার জন্য।
পরিস্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। আমাদের পরিবেশ আমরাই পরিচ্ছন্ন ও মনোরম রাখব। সামনে ডেঙ্গু রোগের সময় আসছে, তাই সকলকে সচেতন থাকতে হবে। বাড়ির আশেপাশে পরিস্কার রাখতে হবে যেন মশা বংশবৃদ্ধি করতে না পারে।
নাসিক কাউন্সিলর খোকন আরো বলেন- বর্তমানে সারা বিশ্ব করোনা ভাইরাসে আক্রান্ত। প্রতিষেধক না থাকায় জোড়াল প্রতিরোধের ব্যাবস্থা নিতে হবে। আসুন আমারা সবাই বারবার সাবান দিয়ে হাত ধুই, মাক্স পরি, সামাজিক দুরত্ব বজায় রাখি। সবাই কে শুভেচ্ছা ও ঈদ মোবারক।
Leave a Reply