প্রতিবারের ন্যায় নাসিক-১০ নং ওয়ার্ডের খেয়াঘাটটি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের টেন্ডারে ডাক পেয়েছেন আওয়ামীলীগ নেতা মনির হোসেন মাতবর। এবার সিটি কর্পোরেশনের টেন্ডারে মোট ৪টি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়। আওয়ামীলীগ নেতা মনির হোসেন মাতবর লক্ষীনারায়ণ কটন মিলস উচ্চ বিদ্যালয়ের একাধিক বার নির্বাচিত অভিভাবক প্রতিনিধি।
মনির হোসেন মাতবর বর্তমান খবর প্র্রতিনিধিকে বলেন- শীতলক্ষ্যা নদীর দুই পাশের (নাসিক ১০ ও ২৫ নং ওয়ার্ড) লোকদের যোগাযোগ ব্যবস্থার অন্যতম মাধ্যম এই খেয়াঘাট। প্রতিদিন হাজার হাজার মানুষের নিরাপদে খেয়া পাড়াপাড়ের ব্যবস্থা সুুনিশ্চিত করার লক্ষ্যে সিটি কর্পোরেশনের টেন্ডারের ডাকে অংশ নেই এবং প্রশাসনের সার্বিক সহযোগিতায় পরিচালনা করে আসছি। কিছু কিছুু হীনমনা মানুষ প্রায়ই সমস্যা তৈরি করার চেস্টা করে তবে সুষ্ঠু ঘাট পরিচালনা এবং নিরাপত্তা ব্যবস্থার জন্য খেয়াঘাটের মাঝি ও যাত্রীদের অনুরোধে আমাকে বার বার এখানে আসতে হয়, আল্লাহর কাছে শুকরিয়া লোক পাড়াপাড়ের এমন পবিত্র দায়িত্ব পালন করার সুযোগ আমায় দিয়েছেন। সকলের সুস্থ্যতা এবং নিরাপদ যাত্রা কামনা করি।
Leave a Reply