চিত্তরঞ্জন ফুটবল খেলার বালুুর মাঠ নাসিক ১০ নং ওয়ার্ডের একটি ঐতিহাসিক মাঠ। প্রতিবারের ন্যায় এবারও এই মাঠে ঈদুুল আযহা উপলক্ষে অস্থায়ী পশুর হাট বসেছে। দেশে করোনা পরিস্থিতির কারনে এবার সিটিতে মাত্র ৭ টি হাট বসার অনুমতি দেয়া হয়েছে যার মধ্যে এই হাট একটি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই হাটে কোরবানীর গরু বিক্রির জন্য এসেছে। সকল সন্মানীত ক্রেতা সাধারনকে পছন্দ মতো গরু এই হাট থেকে কেনার জন্য হাট কতৃপক্ষ আমন্ত্রন জানিয়েছেন।
নাসিক ১০ নং ওয়ার্ডের চিত্তরঞ্জন মাঠের অস্থায়ী গরুর হাটটি এবার ইজারায় পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহম্মেদে। হাাট পরিচালনা কমিটিতে আছেনে আওয়ামীলীগ নেতা হাজী মনির হোসেন মাতবর, শ্রমীকলীগ নেতা আ. কালাম, আওয়ামীলীগ নেতা মো: কাদির মোল্রা।
বর্তমান খবর প্রতিনিধিকে হাট পরিচালনা কমিটির মো: কাদির মোল্রা জানান- বর্তমানে দেশে করোনা ভাইরাসের কারনে জনজীবন বিপর্যস্থ কিন্তু সব কিছু মোকাবেলা করেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। এখনও করোনা ভাইরাসের কার্যকরি কোনো প্রতিষেধক বের হয়নি তাই আমাদের প্র্রতিরোধমূলক ব্যাবস্থা নিতে হবে।সাভাবিক ভাবে হাটে অনেকে লোক সমাগম হবে তাই আমরা হাটে সাবান দিয়ে হাত ধোয়ার পর্যাপ্ত ব্যাবস্থা রেখেছি, আমাদের হাটের ভলানটিয়ারগন হাটে আগত লোকদের মাক্সের ব্যাপারে সচেতন, এখানে সার্বক্ষনিক পুলিশ প্রশাসনের সদস্য আছে, কমিটির লোকজন সবসময় হাটে আছে, আছে ব্যাংকিং সুুব্যাবস্থা, গাড়ি পার্কিংসহ নানান সুবিধা। আপনাদের সকলকে আমাদের এই হাটে আমন্ত্রন জানাচ্ছি। আপনাদের কোরবানীর গরুুটি আমাদের হাট থেকেই কিনুন্। সবাই ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন। সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।
Leave a Reply