বন্দর প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের পশ্চিম তল্লায় একের পর এক গ্যাস বিস্ফোরণের প্রাণহানির ঘটনা ঘটলেও বিভিন্ন স্থানে বন্ধ হচ্ছে না অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্য। তেমনি করোনা ভাইরাসের মধ্যেও থেমে নেই নাসিক ২০নং ওয়ার্ড সোনাকান্দা, পশ্চিম হাজীপুর এলাকায় অবৈধ গ্যাস বাণিজ্য। প্রতিনিয়তই বাসা বাড়িতে দিয়ে যাচ্ছে অবৈধ গ্যাসের সংযোগ আর এক শ্রেণীর অসাধু গ্যাস সিন্ডিকেটের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।
জানা গেছে, নাসিক ২০নং ওয়ার্ড এলাকায় সোহেল নামক এক ব্যাক্তি সিন্ডিকেট গটনের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে যাচ্ছে প্রতিনিয়তই। তিনি নিজেকে বন্দর প্রেসক্লাবের সদস্য বলে পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় অপকর্ম করে যাচ্ছে। সেই সুবাধে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে জনপ্রতিনিধি এবং তিতাস গ্যাসের কতিপয় অসাধু কর্মকর্তা ও ঠিকাদারদের যোগসাজশে এসব সংযোগ দিচ্ছে।
এদিকে, মাটির ওপর দিয়ে প্লাস্টিকের পাইপ, জরাজীর্ণ লোহার পাইপ দিয়ে ঝুঁকিপূর্ণভাবে নেওয়া হয়েছে এসব অবৈধ গ্যাসের সংযোগ। ফলে যেকোনও সময় ঘটতে পারে নারায়ণগঞ্জের পশ্চিম তল্লার মতো ভয়াবহ ঘটনা। এছাড়াও এভাবে অবৈধ সংযোগ নেওয়ায় সরকার কোটি কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এসব অবৈধ গ্যাস সংযোগের ফলে বৈধ গ্যাস সংযোগদারীরা ঠিকমত গ্যাস পাচ্ছে না। তাই এলাকা বাসী প্রশাসনের কঠোর হস্থক্ষেপ কামনা করেন।
Leave a Reply