ষ্টাফ রিপোর্টঃ
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ৫নং ওয়ার্ডে সোমবার (২২ মার্চ) জাতীয় পরিচয় পত্র (এন আই ডি) কার্ড বিতরণ করা হয়েছে। যারা ২০১৯ ভোটার নিবন্ধন করেছে কেবল মাত্র তাদের ভোটার আই ডি প্রদান করা হয়। এই কার্যক্রম সকাল ৯.৩০ মি: হইতে শুরু হয়ে বিকেল ৩.৩০ মি: পর্যন্ত রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজ প্রঙ্গনে চলে। কার্যক্রমে বাংলাদেশ নির্বাচন কমিশনের অফিসারদের সাথে সার্বিক সহযেগীতায় ছিলেন নাসিক-৫ নং ওয়ার্ড কাইন্সিলর গোলাম মোহাম্মদ সাদরিল এবং তার সহযোগী সংঘঠন “টিম-৭১”।
বর্তমান খবর প্রতিনিধিকে কাউন্সিলর সাদরিল বলেন- আজ এই এন আই ডি কার্ড বিতরণের মাধ্যমে যারা কার্ড পেলেন, তারা অফিশিয়াল ভাবে আজ থেকে বাংলাদেশের নাগরিক হিসেবে বিশ্ব দরবারে নিজের পরিচয় পেলেন। যারা কার্ড পেয়েছেন তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই কার্ড দিয়ে বাংলাদেশ সরকার যেমন আপনাদের সন্মানীত করলেন তেমনি আপনারাও এই কার্ডের মর্যাদা বজায় রাখবেন। আমাদের এই দেশটাকে স্বাধীন করার জন্য অনেক ত্যাগ, অনেক রক্ত, অনেক ঘাম দিতে হয়েছে আর আজ আমাদের পবিত্র দায়িত্ব এই প্রিয় মাতৃভূমী বাংলাদেশকে গড়ে তোলার, বিশ্বের দরবারে আমাদের দেশটাকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার, যা আমাদেরকেই করতে হবে। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা।
Leave a Reply