ডেঙ্গু, ফাইলেরিয়া, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া ইত্যাদি মশাবাহিত রোগ। ময়লা, আর্বজনা, জমে থাকা নোংরা পানি, ডাবের খোশায় জমে থাকা পানি, টিনের কৌটা বা ব্যবহারিত ভাঙ্গা তৈজসপত্রের মধ্যে জমে থাকা পানি, ড্রেনের নোংরা পানিতে সাধারনত মশা তাদের বংশবিস্তার করে। মশাবাহিত রোগের প্রার্দুভাব কমাতে, মশার বিস্তার রোধে নাসিক ৫ নং ওয়ার্ড কাউন্সিলর “টিম ৭১” শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সিটিতে মশক নিধন কার্যক্রম করে আসছে দির্ঘদিন থেকে। এই কার্যক্রমে লিকুইড মেডিসিনের মাধ্যমে পরিচালনা করা হয়। নাসিকের এই কার্যক্রমের পাশাপাশি নাসিক ৫ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ সাদরিল তার সহযোগী সংঘঠন “টিম ৭১”কে সাথে নিয়ে নিজস্ব অর্থায়নে তার নির্বাচিত ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম পরিচালনা করে আসছেন।
টিম ৭১ এর সদস্যদের সাথে নিয়ে ওয়ার্ডের প্রতিটি পাড়া-মহল্লায় ময়লা আবর্জনা পরিস্কারসহ নিজস্ব অর্থায়নে কেনা ২ টি ফগার মেশিন দিয়ে নিয়মিত পরিস্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করছেন নাসিক ৫ নং ওয়ার্ড কাউন্সিলর জি এম সাদরিল। কিছুদিন আগে ৫ নং ওয়ার্ড কাউন্সিলর “টিম ৭১” এর ব্যবহৃত ফগার মেশিন নষ্ট থাকায়, ফগার মেশিন দ্বারা মশক নিধন কার্যক্রম পরিচালনা করা যাচ্ছিল না। “সিটি কর্পোরেশন” এর প্রদত্ত লিকিউট দ্বারা মশক নিধন কার্যক্রম পূর্বের মতোই পরিচালিত হচ্ছে। নাসিক ৫ নং ওয়ার্ড কাউন্সিলর “টিম ৭১” নিজস্ব অর্থায়নে কেনা দুইটি নতুন ফগার মেশিন দ্বারা ১৮ তারিখ থেকে পূনরায় মশক নিধন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
Leave a Reply