ইমরান হোসেন খান : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ঈদুল আজহা উপলক্ষে সিটিতে ৭ টি অস্থায়ী পশুর হাট করার অনুমতি দিয়েছে বিভিন্ন শর্ত সাপেক্ষে। নাসিক ৬নং ওয়ার্ডে এস ও রোডের বটতলা চৌরাস্তা মাঠে অস্থায়ী পশুর হাট করার অনুমতি পেয়েছেন ওয়ার্ডের সাবেক সফল কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডল।
এলাকার উন্নয়নের রুপকার সাবেক কাউন্সিলর সিরাজ মন্ডল এলাকার সবাইকে ডেকে এই হাটের শেয়ার পার্টনার হয়ে সকলকে সন্মিলিতভাবে হাট পরিচালনার আহ্বান জানান। সিরিজ মন্ডল তার এস ও রোডস্থ অফিসের সামনে এলাকার সবাইকে ডেকে বলেন আমাদের মাননীয় সাংসদ শামিম ওসমান সাহেবর সহযোগিতায় আমি হাটের অনুমতি পেয়েছি। এই হাটে দেশের নানান প্রান্ত থেকে গরু ব্যবসায়ীগন আসবে তারা আমাদের মেহমান। তাদের সাথে আমারা সবাই ভালো আচরণ করবো। হাট শেষে তারা যখনই ফিরে যাবে তারা যেন আমাদের কোনো বদনাম করতে না পারে। আমাদের এমপি সাহেবের বা আমাদের এলাকার যেন সন্মান থাকে। এই হাটের টেন্ডার পেয়েছি আমি কিন্তু এই হাট আমাদের সবার। আপনারা আমার অফিসে মিজান ভাই ও আতাউর ভাইয়ের কাছ থেকে ১০ হাজার টাকা করে শেয়ার কিনতে পারেন। আপনাদের সাথে আমিও শেয়ার কিনব। সবাই আমারা একত্রে মিলে সুষ্ঠুভাবে হাট পরিচালনা করব।
সাবেক এই কাউন্সিলর আরও বলেন আপনারা সবাই আমাকে যেভাবে স্নেহ করেন ভালোবাসেন সেই জন্য আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। আপনাদের এই স্নেহ ভালোবাসার কারণেই আমি আপনাদের এতো বিরক্ত করি। আপনারা যারাই কোরবানির জন্য গরু কিনবেন আমাদের এই হাট থেকেই কিনবেন। আপনারা সবাই মাক্স পরবেন। বর্তমান করোনা পরিস্থিতিতে সবাই নিজের ও পরিবারের সাস্থ্য বিষয় সচেতন হবেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মাননীয় সাংসদ শামিম ওসমান সহ দেশ ও দেশের জনগণের জন্য আল্লাহ্ তায়লার কাছে দোয়া করবেন।
Leave a Reply