ডেস্ক রিপোর্টঃ
তাসনুভা ইসলাম ভূইঁয়া (নওরীন) সাবেক গোদনাইল ইউ পি’র মরহুম চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম ভূইয়ার একমাত্র কন্যা। আসন্ন নারায়নগঞ্জ সিটি নির্বাচনে নতুনের অঙ্গীকারে ৭-৮-৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হওয়ার ইচ্ছা পোষন করেন তিনি। পরিবারের অন্য সকল সদস্যের মতো এলাকার জনগণের সুখে-দুখে পাশে থেকে সেবা করতে চান তিনি।
চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম ভূইয়া নাসিক ৮নং ওয়ার্ডের ধনকুন্ডার মরহুম হাজী মোঃ তমিজ উদ্দিন ভূইঁয়ার ২য় ছেলে এবং সিদ্ধিরগঞ্জ থানার কৃতি সন্তান রমিজ উদ্দিন আহম্মেদ ভূইঁয়া, বীরমুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম ভূইঁয়া,জহিরুল ইসলাম ভূইঁয়া, মোজ্জামেল ভূইঁয়ার ভাই। নজরুল ভূইঁয়া ছাত্র জীবন থেকেই ছাত্রলীগের রাজনীতি করতেন। আজীবনই বঙ্গবন্ধু’র গড়া আওয়ামী লীগের রাজনীতি করতেন। ১৯৫৮ইং সালে প্রতিষ্ঠিত গোদনাইল কিশোর সংঘ নামে সামাজিক সাংস্কৃতিক সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। ধনকুন্ডা জামে মসজিদ, ধনকুন্ডা পপুলার হাই স্কুল প্রতিষ্ঠা ও উন্নয়নের জন্য যথেষ্ট ভূমিকা পালন করেন। মরহুম নজরুল ভূইঁয়া ১৯৭৭ইং সালে গ্রাম সরকার নির্বাচিত হন। সমাজ সেবার সাথে সাথে ব্যবসা বানিজ্য ও করেন ফলে তিনি নাসিক ৬নং ওয়ার্ডে মুন টেক্সটাইল মিল প্রতিষ্ঠা করেন। যাহা এখনো বিদ্যমান। ব্যবসা বানিজ্য সমাজ সেবায় সফলতা আসার পর ১৯৯২ইং সালে জনসাধানের অনুরোধ আর সমর্থনে হাসঁ মার্কা নিয়ে গোদনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হন। এ সময়ে এই ইউনিয়ন পরিষদের অনেক উন্নতি সাধিত হয়। দীর্ঘ ১২ বছর দ্বায়িত্ব পালন করার পর চেয়ারম্যান থাকা কালীন সহ ধর্মিনী ও একমাত্র সন্তান তাসনুভা ইসলাম ভূইঁয়া(নওরীন) কে রেখে ২০০৩ সালের ২রা আগষ্ট না ফেরার দেশে চলে যান।
তাসনুভা ইসলাম ভূইঁয়া নওরীন বলেন- আমাদের পরিবার হচ্ছে আওয়ামী পরিবার এটা সর্বজন বিধিত। আমাদের পরিবার হচ্ছে বঙ্গবন্ধু’র সৈনিক। আমার জেঠা মরহুম রমিজ ভূইঁয়া সাহেবের নেতৃত্বেই সিদ্ধিরগঞ্জ থানায় আওয়ামী লীগের গোড়া পত্তন হয়। আমার পিতা ও আওয়ামী লীগের রাজনীতি করতেন। আমার আত্মীয় স্বজন ও আওয়ামী লীগের রাজনীতি করতে গিয়ে জেল জুলুম খেটেছেন। আমার জেঠার হাতে তৈরী অনেক নেতা কর্মী এখনো বেচেঁ আছেন। জনগনের অনুরোধ ও উৎসাহে, আল্লাহ তায়ালার রহমতে, আপনাদের আশীর্বাদে আসন্ন নারায়নগঞ্জ সিটি নির্বাচনে ৭-৮-৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর হিসেবে প্রার্থী হওয়ার ইচ্ছা পোষন করছি। ইতিমধ্যে পোষ্টার,হ্যান্ডবিল,ব্যানার দিয়ে আপনাদের কে জানিয়েছি। করোনা মহামারির কারনে এখনো সবার সাথে সরাসরি যোগাযোগ করা সম্ভব হয় নাই। এ জন্য আমি খুবই দুঃখিত। আমি সকলের সহযোগিতা ও দোয়া চাই। আসুন আমরা সবাই আল্লাহর নিকট দোয়া করি করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য। আমরা সবাই মাস্ক পরি, নিয়মিত সাবান দিয়ে হাত ধুই, স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ দুরত্ব বজায় রেখে চলাচল করি।
নওরীন ভূইয়া তার সফলতার জন্য সবার নিকট দোয়া ও সহযোগিতা চান।
Leave a Reply