সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: করোনা ভাইরাস বর্তমান বিশ্বে একটি মহামারী আকার ধারণ করেছে। বাংলাদেশ ও এ মহামারীর বাহিরে নয়। আজ বাংলাদেশে করোনায় আক্রান্ত রোগী পাওয়া গেছে তিন জন, এ পর্যন্ত মোট ৫৪ জন রোগী পাওয়া গেছে। বিশ্বের বিভিন্ন দেশে এ ভাইরাস মোকাবেলায় নানাবিধি প্রতিরোধ মূলক ব্যবস্থা গ্রহণ করেছে। বাংলাদেশ সরকার ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। লকডাউন তেমনি একটি প্রতিক্রিয়া।
বাংলাদেশ সরকারের ঘোষণা অনুযায়ী আপাতত ২৬/০৩ /২০২০ ইং থেকে শুরু করে ০৪ /০৪/২০২০ ইং পর্যন্ত সারাদেশে লকডাউন ঘোষণা করেছে। লকডাউন পরিস্থিতিতে নিম্নআয়ের মানুষ জন তথা দিনমজুর শ্রেণীর লোকজন দুঃখ-কষ্ট দুর্বিষহ জীবন যাপন করছে অনেকের ঘরে ন্যূনতম খাবারের যোগান নেই। না, খেয়ে অধাহারে দিন যাপন করছে। এমতাবস্তায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ৮নং ওয়ার্ডের পাঠানতলী আইলপাড়া কিছু উদ্যমী তরুণের উদ্যোগে এই সমস্ত জনসাধারণের জন্য ত্রাণ এর আয়োজন করেছে।
নাসিক ৮নং ওয়ার্ডে পাঠানটুলি আইল পাড়ার তরুণদের উদ্যোগে ত্রাণ বিতরণ। ছবি সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই দুর্যোগ মুহূর্তে তাই এ তরুন ছেলেরা প্রমান করল। উচ্চবিত্ত ধনী শ্রেণীর লোকদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে তারা প্রমান করল, টাকা থাকলেই হয় না দানের জন্য বড় মনের প্রয়োজন হয়। আইল পাড়ায় তরুণ সমাজ নিঃসন্দেহে এই কৃতিত্বের দাবিদার।
আইল পাড়ার কিছু উদ্যমী তরুণ তাদের পকেট মানি বাঁচিয়ে সেই টাকা দিয়ে এই সমস্ত দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। নাসিক ৮নং ওয়ার্ডের কিছু তরুণ একত্রে সংঘটিত হয়ে নিজেদের অর্থায়নে খেটে খাওয়া দিনমজুর দের যাদের ঘরে খাবারের সংস্থান নেই তাদের পাশে চাল ডাল আলু সহ নিত্য প্রয়োজনীয় খাবার বিতরণ করেছেন।
পাঠানতলী আইলপাড়া রাজীব সরকার, সজীব সরকার, রায়হান, সানমুন, শাহিন, মিলন, অপু,বাবু মামা এদের পরিচালনায় মাজহারুল ইসলা রিফাত ,মোঃ রিফাত (২)সংগ্রাম ,হারুন ,সিফাত ,সাকিব ,রিসালাত,রাকিব ,তানজিদ,রাহাত ,শিপন ,জয় রায়হান ,জিহাদ ,মিন্টু,সোহান এদের উদ্যোগে পাঠানতলী বাসইসটান আওয়ামী লীগ যুবলীগ নেতা শাহজাহান সরকার এর বাড়ির সামনে থেকে শুরু করে পুরান আইল পাড়া হয়ে নতুন আইল পাড়া পর্যন্ত প্রায় ১০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
লকডাউন অবস্থায় শুরু হওয়ার পর থেকে নিয়মিত তাদের এই ত্রাণ কার্যক্রম চলে আসছে।সরেজমিনে বর্তমান খবরের প্রতিনিধির কাছে দিনমজুর শ্রেনীর কষ্টে থাকা লোকেরা বলেন আজ আমাদের সন্তানের বয়সী ছেলেরা তাদের পকেটের খরচ বাঁচিয়ে আমাদের মুখে খাদ্য তুলে দেওয়ার ব্যবস্থা করেছে। আল্লাহ তাদের মঙ্গল করবে। আমাদের পাশে তরুন ছেলেরা এসে দাড়িয়েছে অথচ আমাদের এই এলাকার অনেক মিল মালিক অনেক ধনী লোক আছে কাউন্সিলর আছে তারা যদি আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে আমাদের না খেয়ে থাকতে হতো না।
Leave a Reply