নাসিক ৮নং ওয়ার্ডের বউবাজার খালপাড় এলাকার বিশিষ্ট সাংবাদিক ও ক্রীড়া ব্যক্তিত্ব গাজী সেলিমের উদ্যোগে বিজয় মাসে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান ও ১৬ ই ডিসেম্বর অনুষ্ঠিত শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক জোটের সহ সভাপতি ও সিদ্ধিরগঞ্জ থানা জাতীয় পার্টির সভাপতি কাজী মহসিন।
বিশিষ্ট সাংবাদিক ও ক্রীড়া ব্যক্তিত্ব জিকেএসপির প্রতিষ্ঠাতা গাজী সেলিম ১৬ ই ডিসেম্বর বিজয় দিবসে শিশু-কিশোরদের জন্য এক ক্রিয়া প্রতিযোগিতার আয়োজন করে। বিজয় দিবসের ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ এবং এলাকার মহান মুক্তিযুদ্ধের সম্মাননা স্মারক প্রদান উপলক্ষে বুধবার ৩০ শে ডিসেম্বর এক আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ সাংবাদিক জোটের নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি ও সিদ্ধিরগঞ্জ থানা জাতীয় পার্টির সভাপতি কাজী মহসিন শুভেচ্ছা বক্তব্যে বলেন-আমাদের মুক্তিযোদ্ধারা আমাদের গর্ব তাদের জন্য আমরা পেয়েছি বাংলাদেশের স্বাধীনতা, স্বাধীন হয়েছে বাংলাদেশ। এই সম্মাননা পুরস্কার তাদের জন্য কিছুই নয়, তাদের প্রতিদান আমরা দিতে পারব না, সেই ক্ষমতা ও সাহস কোনটাই আমাদের নাই। তাদেরকে আমরা অন্তরের অন্তস্থল থেকে জানাই হাজারো সালাম।
সভায় আরো উপস্থিত ছিলেন -বীরমুক্তিযোদ্ধা নূর হোসেন মোল্লা, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী খায়রুল আলম, বর্তমান খবরের সম্পাদক ও বাংলাদেশ সাংবাদিক জোট নারায়ণগঞ্জ জেলার তথ্য প্রযুক্তি ও প্রচার সম্পাদক ইমরান হোসেন খান, স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী ওয়াসিম প্রমুখ।
Leave a Reply