আওয়ামী লীগ নেতা ও বন্ধু পরিবহন এর ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ভূঁইয়ার উদ্যোগে নাসিক ৮ নং ওয়ার্ড রেললাইন ভূইয়াপাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের ব্যাপারে আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম ভূইয়া বলেন বঙ্গবন্ধুর জন্য আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। বুক চিতিয়ে মাথা উচু করে বাঙালি হিসাবে বিশ্বের কাছে নিজের পরিচয় দিতে পারি সেই মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৫ ই আগষ্ট স্বাধীনতা বিরোধী কিছু শক্তি র্নির্মমভাবে স্বপরিবারে হত্যা করে। আবার স্বাধীনতার বিপক্ষ সেই শক্তি জননেত্রী শেখ হাসিনাকেও গ্রেনেড হামলার মাধ্যমে হত্যা করতে চেয়ে ছিল। আমাদের দেশের উন্নয়নের জন্য কেবল মাত্র শেখ হাসিনার সরকারই দরকার।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা ও চৌধুরী বাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের সভাপতি জনাব মো: মহসিন ভূঁইয়া সাহেব আরো উপস্থিত ছিলেন এলাকার সম্মানিত ব্যক্তি বর্গ গন। বাদ এশা মাহফিলে মিলাদ ও দোয়া পরিচালনা করেন ভূইয়া পাড়া জামে মসজিদ ও মাদ্রাসার কারী সাহেব। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন রাকিব গাজী, রাজীব গাজী ও বন্ধুমহল।
Leave a Reply