কাউসার আহম্মেদ শাওন
ষ্টাফ রিপোর্টারঃ
মানবকূলের জন্য আল্লাহর অশেষ রহমত এবং নিয়ামত ঈদুল আযহা তথা কোরবানীর ঈদ। দেশসহ সারা বিশ্ব আজ করোনার ভয়াবহতায় বিপর্য়স্থ। নিজের জন্য সচেতন হই, নিজে সুস্থ্য থাকি, নিজে সুস্থ্য থাকলে সুস্থ্য থাকবে পরিবার, সমাজ ও দেশ, দেশের জন্য বাঁচি- করোনা মহামারীতে আসন্ন কোরবানীর ঈদ উপলক্ষ্যে বলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগ সহ প্রচার সম্পাদক ও নাসিক ১০ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী ইফতেখার আলম খোকন।
“বর্তমান খবর” প্রতিনিধির সাথে ঈদুল আযহা উপলক্ষ্যে আলোচনায় নাসিক কাউন্সিলর খোকন আরোও বলেন- ত্যাগের ঈদ এই ঈদুল আযহা। কোরবানীর মহিমায় মহিমান্নীত এই ঈদ। এই ঈদ আমাদের শিক্ষা দেয় ত্যাগের, সহমর্মিতার,মানবতার। এই ঈদে আমরা অনেকেই দেশের বাড়ীতে গিয়ে পরিবার- পরিজন সবাই মিলে ঈদ উদযাপন করি। বর্তমানে দেশে করোনা পরিস্থিতি ভয়াবহরুপ ধারন করেছে, সরকার করোনা পরিস্থিতি মোকাবেলায়, ভয়াবহতা রোধে লকডাউন, সাড-ডাউনসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে। সরকার চাইলেই হবে না আমাদেরও কিছু দায়িত্ব ও কর্তব্য রয়েছে। আমাদের নিজের, পরিবারের, সমাজের ও দেশের স্বার্থে সরকারিভাবে নেয়া সিদ্ধান্তগুলিকে পালন করতে হবে। ত্যাগের এই ঈদে আমরা কি নিজ নিজ অবস্থানে থেকে এই ঈদ পালন করতে পারি না? যদি একান্তই ঈদে জন্য দেশের বাড়িতে যেতে হয় তবে আমরা সকলে দেশ, জাতী, সমাজ, পরিবার ও নিজের স্বার্থে, নিজেদের সুস্থ্যতার স্বার্থে সবার প্রতি কঠোরভাবে স্বাস্থ্যবিধি পালনের অনুরোধ রইল। কোরবানীর পশুর জন্য আমরা বিভিন্ন পশুর হাট, এগ্রো ফার্মগুলিতে স্বাস্থ্যবিধি মেনে চলাচলের চেষ্টা করি। প্রতিটি হাটেই পর্যাপ্ত পরিমানে সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা আছে, হাটগুলোতে আমরা মাস্ক ব্যবহার করি, নিয়মিত হাত ধুই, যথাসম্ভব নিরাপদ দুরত্ব বজায় রেখে হাটে চলাচল করি। মনে রাখবেন আপনি সুস্থ্য তো পরিবার সুস্থ্য, সুস্থ্য সমাজ, সুস্থ্য দেশ। সবার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন।
Leave a Reply