ষ্টাফ রিপোর্টঃ
নির্বাচন কমিশন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে ৩০ নভেম্বর, ভোট গ্রহণ আগামী ১৬ ই জানুয়ারি ২০২২। নাসিক নির্বাচনকে কেন্দ্র করে নাসিক ২৭ টি ওয়ার্ডের প্রতিটিতেই প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থীদের আনুষ্ঠানিক সভা-সমাবেশ, মিছিল-মিটিং, উঠান বৈঠক চলছে জোরেশোরে। সেই দৌড়ে পিছিয়ে নেই ১০ নং ওয়ার্ড। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই নাসিক ১০ নং ওয়ার্ডের নির্বাচনী প্রচারণামূলক কার্যক্রম শুরু হয়েছে ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায়, প্রার্থীদের জন্য ভোটারদের কাছে ভোট চেয়ে হচ্ছে মিছিল।
নাসিক ১০ নং ওয়ার্ডের সরেজমিনে দেখা যায়, আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রতিটি পাড়া-মহল্লায় পোস্টার ব্যানার এর ছড়াছড়ি। ৩০ নভেম্বর নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকেই ওয়ার্ডের বিভিন্ন মহল্লায় আনুষ্ঠানিকভাবে উঠান বৈঠক করছেন বর্তমান নাসিক-১০ নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক হাজী ইফতেখার আলম খোকন, প্রতিটি উঠান বৈঠকে কাউন্সিলর খোকন আল্লাহর শুকরিয়া আদায় করে সকলের কাছে আগামী নির্বাচনে আবারও প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা ব্যক্ত করে সকলের সহযোগিতা, দোয়া ও ভোট প্রার্থনা করেন।
ওয়ার্ডের বিভিন্ন মহল্লায় কাজী আমির, আবুল কালাম, ইমরান হোসেন খান, ফারুক রাম, মোঃ সোহেল, মোহাম্মদ শামীম, ইলিয়াছ কবির, মনির হোসেন মাদবর, সেলিম মাদবর, লক্ষীনারায়ণ স্কুল পরিচালনা কমিটির সদস্যরা, বিল্লাল বেপারী, কাউন্সিলর হাজী ইফতেখার আলম খোকনের পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণা মিছিল করেন।
Leave a Reply