বগুড়া প্রতিনিধি:
বগুড়ার সান্তাহার পৌরসভা নির্বাচনে নৌকা ও ধানের শীষ প্রার্থীর নির্বাচনী ক্যাম্প, প্রধানমন্ত্রী-বিরোধী দলীয় নেত্রীর ছবি ভাঙচুর, অগ্নিসংযোগ ও প্রাণনাশের হুমকির ঘটনায় আওয়ামী লীগ- বি এন পি’র দুই প্রার্থীর পৃথক মামলায় প্রায় ৭০ জনকে আসামি করা হয়েছে। মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে আওয়ামী লীগ প্রার্থী আশরাফুল ইসলাম মন্টু ও বিএনপির প্রার্থী তোফাজ্জল হোসেন ভুট্টু বাদী হয়ে পৃথক-পৃথকভাবে মামলা করেন।
আদমদীঘি থানা সূত্রে জানা যায়- ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে ইভিএম পদ্ধতিতে সান্তাহার পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মূলত লড়াই হবে নৌকা ও ধানের শীষ প্রার্থীর মধ্যে । নির্বাচনী কার্যক্রম শুরুর পর থেকে দুই দফায় তারা সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার বরাবর পাল্টাপাল্টি চারটি অভিযোগও করেছেন । এই পর্যায়ে নৌকার নির্বাচনী ক্যাম্প পুড়ে ফেলা ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের ঘটনায় মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ প্রার্থী আশরাফুল ইসলাম বাদী হয়ে, উপজেলা বিএনপির সদস্য মাহফুজুল হক টিকন, বিএনপি প্রার্থীর ছোট ভাই মাহবুবুর রহমান, যুবদল নেতা মামুনুর রশিদসহ ৪৭ বিএনপি নেতাকর্মীর নামসহ অজ্ঞাত আরো ৫০-৬০ জনের নামে মামলা করেন।
অপরদিকে ধানের শীষের নির্বাচনী ক্যাম্প ও নেত্রীর ছবি ভাঙচুর, প্রাণনাশ ও অফিস বন্ধ করে দেওয়ার হুমকির ঘটনায় বিএনপি মনোনীত প্রার্থী তোফাজ্জল হোসেন বাদী হয়ে একই দিন আওয়ামী লীগ প্রার্থীর ছেলে আল মহিদুল ইসলাম জয়,রিটন, জীবনসহ ২৩ জনের নামে মামলা দায়ের করেন।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন দুপুরে দুই প্রার্থীর বাদী হয়ে পৃথক পৃথক মামলা করেছেন বলে নিশ্চিত করেন।
Leave a Reply