রাঙ্গামাটি প্রতিনিধি:
পানিতে টইটম্বুর কাপ্তাই লেক, থেমে থেমে বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙ্গামাটির কাপ্তাই লেকে দিন দিন বাড়ছে পানির পরিমাণ। এ সময় লেকে পানি থাকার কথা ১০১.৩০ ফুট মীনসিলভল। কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের তথ্য অনুযায়ী মঙ্গলবার পর্যন্ত রুলকার্ভ হিসেবে কাপ্তাই লেকে পানির পরিমাণ আছে ১০৬.৯৭ ফুট মীনসিলভল অর্থাৎ প্রয়োজনের তুলনায় পাঁচ ফুটেরও বেশি পানি আছে কাপ্তাই লেকে। আর এক ফুট পানি বাড়লেই ছাড়া হতে পারে লেকের গেট।
লেকে পানি পরিমাণ বাড়ার বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহর জানান, বর্তমানে ধারণক্ষমতার চেয়ে পাঁচ ফুটরেও বেশি পরিমাণ পানি আছে কাপ্তাই লেকে। লেক থেকে এখন পর্যন্ত পানি ছাড়ার কথা ভাবা হচ্ছে না তবে আর এক ফুট বাড়লে হয়তো পানি ছাড়ার পরিস্থিতি হতে পারে। পানি বাড়ায় সার্বিক বিদ্যুৎ উৎপাদনও বেড়েছে।
কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে পাঁচটি ইউনিট থেকে মোট ১৯৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়েছে। এর মধ্যে এক নম্বর ইউনিট থেকে ৪৬, ২ নম্বর ইউনিট থেকে ৪৫, ৩ নম্বর ইউনিট থেকে ২৮, ৪ নম্বর ইউনিট থেকে ৪০ এবং পাঁচ নম্বর ইউনিট থেকে ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়েছে। উৎপাদিত এ বিদ্যুতের পুরোটাই জাতীয় গ্রিডে যুক্ত হয়।
Leave a Reply