ঝালকাঠির জেলার রাজাপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশেষ চাহিদাসম্পন্ন (অটিজম) শিশুদের বিদ্যালয়ে ভর্তি ও বিদ্যালয়ের তাদের উপস্থিতি নিশ্চিতকল্পে ১৮ জন দুস্থ ও প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীদের (অটিজম) মাঝে বিনামূল্যে অ্যাসিসটিভ ডিভাইস ( ক্র্যাচ, চশমা, শ্রবণ যন্ত্র, হুইল চেয়ার ইত্যাদি ) বিতরণ করা হয়। উপজেলার প্রাথমিক শিক্ষা অফিস এর উদ্যোগে বুধবার (০৯.০৯.২০২০) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে অটিজম শিক্ষার্থীদের মাঝে এই সকল সামগ্রী বিতরণ করা হয়। এই সময় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহাগ হাওলাদার বিশষে চাহিদাসম্পুর্ন এই সকল শিশুদের মাঝে উপহার সামগ্রী বতিরন করেন।
বাংলাদেশ সরকারের চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি ৪) এর আওতায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক, উপজেলার প্রাথমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাছাইকৃত অটিজম শিশুুদের একীভূত শিক্ষা বাস্তবায়নের লক্ষে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। বিশেষ চাহিদাসম্পন্ন এই শিশুদের জন্য অ্যাসিসটিভ ডিভাইস (চশমা,শ্রবনযন্ত্র, হুইল চেয়ার, ক্রাচ, কৃত্রিম অঙ্গ সংযোজন ইত্যাদি) বিতরণের চাহিদার প্রেক্ষিতে নির্বাচিত ১৮ জন প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীর মধ্যে ১জনকে ক্র্যাচ, ৬ জনকে চশাম, ৭ জনকে শ্রবণ যন্ত্র ও ৪ জনকে হুইল চেয়ার বিতরণ করা হয়।
এই সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ জিয়া হায়দার খান লিটন, উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান প্রমূখ।
Leave a Reply