ষ্টাফ রিপোর্টঃ
পবিত্র রমজান মাসে নারায়ণগঞ্জে যানজট নিয়ন্ত্রণে নগরীজুড়ে অবৈধ সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা স্ট্যান্ড উচ্ছেদ এবং অবৈধ যানবাহন নগরীতে প্রবেশে নিষেধ করার সাত দিনের মধ্যে আবারো বসেছে অবৈধ স্ট্যান্ড। নগরীর চাষাঢ়া মোড়, সোনালী ব্যাংকের সামনে, বাগে জান্নাত মসজিদের সামনে, দুই নম্বর রেলগেট এলাকা ও চাষাঢ়ায় সান্ত্বনা মার্কেটের সামনে এ স্ট্যান্ড বসতে দেখা যায়।
পুলিশের ঘোষণা অনুযায়ী গত সাতদিন কোনো ধরনের অবৈধ স্ট্যান্ড শহরে ছিল না এবং অবৈধ যানবাহন নগরীতে প্রবেশ করতে পারেনি। একই সঙ্গে ফুটপাতে বসতে দেওয়া হয়নি কোনো হকার। এতে নগরবাসী স্বস্তি প্রকাশ করে এবং গত সাতদিন নগরীতে যানজট নিয়ন্ত্রণে ছিল। এতে রমজানে সময়মতো সবাই নিত্যপ্রয়োজনীয় কাজ করতে পেরেছেন। তবে সাতদিন পার না হতেই আবারো আগের মতো নগরের সব স্থানে অবৈধ অটো স্ট্যান্ড হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে নগরবাসী।
তারা মনে করছেন এ বিষয়ে পুলিশ একটু কঠোর হলে সড়ক ও ফুটপাত দখল করে অবৈধ স্ট্যান্ড ও অবৈধ যান নগরে প্রবেশ করতে পারবে না।
Leave a Reply