নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জ থানা এলাকার ০৮ নং ওয়ার্ডস্থ নতুন আইলপাড়া এলাকায় রোজ শুক্রবার(২৪ শে জুলাই) বিট পুুলিশিং কার্যালয়ের উদ্ভোধন করা হয়।”মুজবি বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার”এই স্লোগানক সামনে রেখে এলাকায় সন্ত্রাস,জংঙ্গীবাদ,মাদক,ইভটিজিং,বাল্য বিবাহ ও যৌতুকমুক্ত সমাজ গড়তে এই কার্যালয়ের উদ্ভোধন করা হয়। প্রধান অতিথি হিসাবে কার্যালয়ের উদ্ভোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্য মো: কামরুল ফারুক।
পাঠানটুলি পৌর কবরস্থান মসজিদের সাধারন সম্পাদক মো: ইসমাইল মাতবরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এস আই মোশারফ ও এ এস আই মো:আবদুর রহিম মিয়া।
সভায় প্রধান অতিথি সিদ্ধিরগঞ্জ থানা অফিসার ইনচার্য কামরুল ফারুক বলেন-বিট পুলিশিং কাজের জন্য এই ওয়ার্ডের বিটে ২ জন অফিসার ও ১ জন কন্সটেবল নিয়োগ দেয়া হয়েছে। তারা অফিস করবেন প্রতিদিন। এলাকার অপরাধ নির্মূল করতে জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সমাজের বিভিন্ন শ্রেনীর মানুষদের নিয়ে আমাদের অফিসারগন কাজ করবে।এখানে কারা মাদক বিক্রি করে, কারা শেবন করে, কারা ইভটিজিং করে, চাদাবাজ তাদের তালকিা তৈরি করে সেই অনুপাতে ব্যবস্থা নেয়া হবে। অপরাধি যেই হোক এ ব্যাপারে কোন আপোষ করা হবে না আমরা একশান নিব। এখানে অভিযোগ বক্স থাকবে, কারো কোনো অভিযোগ থাকলে আপনারা বক্সে জমা দিবেন। প্রতিদিন বক্স খোলা হবে আমরা প্রয়োজনীয় ব্যাবস্থা নিব। পুলিশ জনগণের বন্ধু, জনগণ নয় প্রয়োজনে পুলিশ ছুটে যাবে জনগণের কাছে।
এই উদ্ভোধনি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার জুলহাশ ভূইয়া, কাজী মহসীন, শাহ আলম মিয়া, শাহজাহান, মোস্তফা হাওলাদার, মোতালেব, ভুইয়া কাজল, এমদাদ হোসেন, আবু মুসা প্রমুখ।
Leave a Reply