বন্দর প্রতিনিধি :
চুরি, ডাকাতি ও ছিনতাই রোধে বন্দরে অবস্থিত বিভিন্ন পেট্রোল পাম্প ও স্বর্ণা শিল্পালয়ের মালিকদের সাথে পৃথক মত বিনিময় সভা করেছে বন্দর থানা পুলিশ প্রশাসন। বুধবার (৫ ফেব্রুয়ারী) বিকেল ৩টায় বন্দর থানা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নারায়নগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ) সার্কেল মোঃ খোরশেদ আলম বলেন, আপনাদের সেবা দেওয়ার দায়িত্ব পুলিশের। তারপরও আপনারা সচেতন হয়ে ব্যবসা বানিজ্য করবেন। আপনাদের কোন সমস্য থাকলে আমাদেরকে জানাবেন। নিরাপত্তার স্বার্থে আপনারা আপনাদের প্রতিষ্ঠানে সামনে সিসি ক্যামারা লাগাবেন।
বন্দর থানা অফিসার ইনর্চাজ মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও বন্দর থানার তদন্ত অফিসার আজাহারুল ইসলামের সঞ্চালনায় মত বিনিময় সভায় উপস্তিত ছিলেন বন্দর থানা অপারেশন ইনর্চাজ মোঃ শওকত হোসেন, কামতাল তদন্ত কেন্দ্রের ইনর্চাজ ইন্সপেক্টর মোঃ জাহাঙ্গীর হোসেন, মদনগঞ্জ ফাঁড়ী ইনর্চাজ ইন্সপেক্টর সৈয়দ মিজানুর রহমানসহ বিভিন্ন পেট্রোল পাম্প ও স্বার্ণা শিল্পালয়ের মালিক ও ম্যানেজার বৃন্দ।
Leave a Reply