ফতুল্লা প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় শিবু মার্কেট এলাকার পোশাক কারখানার ভিতরে এক কর্মকর্তার বিরুদ্ধে নারী শ্রমিককে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ওই নারী শ্রমিক থানায় অভিযোগ করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, ২২ বছর বয়সী ওই নারী শ্রমিক কারখানার সুইং সেকশনে প্লেন মেশিনে অপারেটর হিসেবে কাজ করেন। সেখানে প্রোডাকশন ম্যানাজার মোঃ মিলন মিয়া (৪২) প্রায় সময় তার অফিসে ডেকে নিয়ে কু-প্রস্তাব দেয়। এতে সে রাজি না হওয়ায় চাকরি হতে বহিস্কার করাসহ প্রাণনাশের ভয়ভীতি দেখায়। গত রবিবার বেলা সাড়ে ১১টায় ওই নারী শ্রমিককে অফিস কক্ষে ডেকে নেয় পিএম মিলন। এরপর এলোপাথারী চড় থাপ্পর দিয়ে জামা ধরে টানা-হেঁচড়া করে শ্লীলতাহানী করে। তখন চিৎকার করলে অন্য শ্রমিকরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে।
এ বিষয়ে তদন্তকারী অফিসার ফতুল্লা মডেল থানার এসআই আশীষ জানান, অভিযোগের তদন্ত চলছে।
Leave a Reply