দেশের স্বাধীনতার জন্য যে সকল বীর মুক্তিযোদ্ধারা দেশের জন্য যুদ্ধ করে দেশকে পরাধীনতার কবল থেকে মুক্ত করে আমাদের স্বাধীনতা দিয়েছেন তারা দেশের সূর্যসন্তান। এই সকল মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে নাসিক মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী নাসিক এর ২৭ টি ওয়ার্ডের প্রত্যেকটিতে মুক্তিযোদ্ধাদের নাম সম্বলিত একটি চত্তর ও একটি সড়কের নামকরণ করা হবে বলে ঘোষণা করেন।
বুধবার( ৩০শে ডিসেম্বর) ২ নং ওয়ার্ডের এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ডাঃ সেলিনা হায়াৎ আইভি বলেন- যারা প্রকৃত মুক্তিযোদ্ধা আর কারা সার্টিফিকেটধারী মুক্তিযোদ্ধা তাদের আপনারা সবাই চেনেন। আমার বাবা মুক্তিযোদ্ধা কিনা তাও আপনারা জানেন। আমি সেই আলোচনায় যেতে চাইনা। আমার নারায়ণগঞ্জের জনগণের জন্য আমার যা করণীয় তা আমি করবো এতে আমি আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাই না। আমাদের মুক্তিযোদ্ধারা তারা দেশের সূর্যসন্তান। আমার নারায়ণগঞ্জ এর ২৭ টি ওয়ার্ডের মধ্যে প্রতিটি ওয়ার্ডে মুক্তিযুদ্ধাদের সম্পর্কে আপনারা জানেন। আমরা সিটি কর্পোরেশন এর মাধ্যমে প্রতিটি ওয়ার্ডে একটি করে মুক্তিযোদ্ধা চত্বর করব যেখানে প্রতিটি মুক্তিযোদ্ধার নাম লেখা থাকবে, প্রতিটি ওয়ার্ডে একটি করে সড়কের নাম মুক্তিযোদ্ধাদের নামে করা হবে।
নাসিক ২ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন নাসিক ১ নং ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুক, নাসিক ৩নং ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদল,নাসিক ৫ নং ওয়ার্ড কাউন্সিলর জি এম সাদরিল,এছাড়াও আরও উপস্থিত ছিলেন মহিলা কাউন্সিলর মিনুয়ারা মিনু, বিভা, মনোয়ারা প্রমুখ।
Leave a Reply