বর্তমান খবর রিপোর্ট:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর নাসিক ৮ নং ওয়াডের কমিশনার রুহুল আমিন মোল্লা বলেছেন, আমার এলাকার দায়িত্ব আমার। এমন স্লোগান সামনে রেখে ৮ নং ওয়ার্ডের প্রতিটি মানুষকে সরকারের নির্দেশনা অনুযায়ী সচেতন থাকার অনুরোধ করছি।
ইতিমধ্যে আপনারা জেনেছেন করোনা প্রতিরোধে সচেতনতাই একমাত্র সমাধান। যেন কোন ধরনের জনসমাগম প্রতিহত করুন। অসুস্থরা মসজিদে নামাজ পড়তে যাবেন না। হাচি, কাশি, জ্বর হলে পরিবারের সকল সদস্য থেকে আলাদা থাকুন। আর বিশেষ করে কেউ বিদেশ থেকে আসলে বিষয়টি গোপন না করে তাকে কোয়ারেন্টাইনে থাকতে বাধ্য করুন। দূর্যোগকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষায় সবাই সচেতন থাকুন। সবাই পুলিশ এবং ফায়ার সার্ভিসের এবং হাসপাতাল কর্তৃপক্ষের নাম্বার বাড়ীর দৃশ্যমান জায়গায় লিখে রাখুন। বিশেষ করে সরকারের সাধারন ছুটিকালীন সময়ে যেসব গরীব মানুষে কস্ট হবে সাধ্যমতো আপনারা পাশে দাঁড়ান। আমিও সাধ্যমতো প্রকৃত অসহায় মানুষের পাশে দাঁড়াবো। মনে রাখবেন আমরাই পারি আমাদের বাঁচাতে।
Leave a Reply