বিশেষ প্রতিনিধি
নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার পাঠানটুলি এলাকার নীট কনসার্ন গ্রুপের পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মনির হোসেন মোল্লা আর্ত-মানবতার সেবায় সবসময় নিজেকে জড়িয়ে রাখেন। নারায়ণগঞ্জের গোদনাইল এলাকার প্রতিবন্ধী মোঃ সুমন মিয়ার এর চলাফেরার জন্য একটি হুইল চেয়ারের ব্যাবস্থা করে দেন তিনি। এছারাও বিভিন্ন সময়ে, বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে সব সময় সহযোগীতার হাত বাড়িয়ে দেন নীট কনর্সান গ্রুপ এবং এর পরিচালকরৃন্দ।
হুইল চেয়ারটি পেয়ে সুমন বলেন, “এভাবে যদি সমাজের বিত্তবানরা অসহায় মানুষের পাশে এসে দাঁড়াতো, তাহলে আমাদের মত যারা সমাজের অসহায় তাদের আর কোন সমস্যা হতো না, আমরাও সমাজের বোঝা হয়ে দাঁড়াতাম না। আমরা কোন কিছু করে সমাজে প্রতিষ্ঠিত হতে পারতাম এবং দেশের জন্য কোন কিছু করতে পারতাম।
নীট কনর্সান গ্রুপের পরিচালক মনির হোসেন মোল্লা সাহেব বলেন- “আমরা চাই অসহায় মানুষের পাশে দাঁড়াতে এবং অসহায় মানুষকে সাথে নিয়ে কোন কাজ করতে। সৃষ্টিকর্তার অনুগ্রহ আছে বলেই আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি এবং মানুষের জন্য কাজ করতে পারি। আমার জন্য দোয়া করবেন এবং আল্লাহ তাআলা আমাদের যেন সবসময় মানুষের পাশে দাঁড়ানোর তৈফিক দান করেন।”
Leave a Reply