ডেস্ক রিপোর্টঃ
প্রধানমন্ত্রীর বক্তব্য অশালীন ও কুরুচিপূর্ণ, রাজনৈতিক ও ব্যক্তিগত প্রতিহিংসা ফুটে উঠেছে, এগুলো নিয়ে নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই, মঙ্গলবার (৩ অক্টোবর) গুলশানে বিএনপি’র রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংবাদ সন্মেলনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার হীন উদ্দেশ্যে আইনের দোহাই দিয়ে খালেদা জিয়াকে বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়া থেকে বঞ্চিত করছে, একজন প্রবীণ নাগরিকের সাংবিধানিক অধিকারে বাধা দেওয়া হচ্ছে। আইনের দোহাই দিয়ে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এর পরিণতি ভালো হবে না। তাকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়া হোক। গণতান্ত্রিক উপায়ে যা করার দরকার আমরা করে যাবো। বিএনপি গণতন্ত্র বিশ্বাস করে বলেই এখনো আমরা এ ভাষায় কথা বলি। যে কোনো পরিস্থিতির জন্য এই সরকারকেই দায় নিতে হবে।
মির্জা ফখরুল ইসলাম আরোও বলেন, আইনমন্ত্রী ফৌজদারি কার্যবিধি ৪০১ ধারার দোহাই দিয়ে বলছেন, খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়ার কোনো সুযোগ নেই,অথচ গণমাধ্যমে সিনিয়র আইনজীবীরা বলেছেন, সরকার চাইলে বিদেশে দেশ নেত্রীর চিকিৎসার সুযোগ দিতে আইনের কোনো বাধা নেই। একজন আসামির দেশে এবং বিদেশে চিকিৎসার দৃষ্টান্ত নতুন নয়, সরকারের সদিচ্ছা থাকলেই এটা সম্ভব। জেএসডি নেতা আ স ম আব্দুর রব দণ্ডপ্রাপ্ত হয়েও জার্মানিতে চিকিৎসা নিতে গিয়েছেন। পাকিস্তানের নওয়াজ শরিফকেও আসামি থাকা অবস্থায় ইমরান খানের সরকার বিদেশ চিকিৎসার সুযোগ দিয়েছে। সরকার খালেদা জিয়ার উন্নত চিকিৎসা করতে দিচ্ছে না। আমরা গণতন্ত্রের নিয়মতান্ত্রিকভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাবো। জনগণের এই আন্দোলনে সরকারের পতন ঘটবে। তখন খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিত হবে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এ পরিস্থিতিতে রেখে বিএনপি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে কি না- এমন প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘প্রশ্নই ওঠে না। খালেদা জিয়াকে এ অবস্থায় রেখে তো নয়, শেখ হাসিনার পদত্যাগ ছাড়া নির্বাচনে যাওয়ার প্রশ্নই আসে না।
সংবাদ সম্মেলনে আরোও উপস্থিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু, সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা কাজী ইফতেখায়রুজ্জামান শিমুল প্রমুখ।
Leave a Reply