- প্রচ্ছদ
- জাতীয়, শিক্ষাঙ্গন
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন, সরকারের সবুজ সংকেতের অপেক্ষা।
- প্রকাশিতঃ জানুয়ারি, ৩, ২০২১, ৪:৪৮ অপরাহ্ণ
-
১৬৩ বার দেখা হয়েছে
বাংলাদেশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এ এম মনসুরুল আলম জানিয়েছেন- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করছি। সরকারের সবুজ সংকেত পেলে পরীক্ষার তারিখ জানিয়ে দেয়া হবে। গত শনিবার(2 ই জানুয়ারি) মুঠোফোনে এ তথ্য জানান তিনি।

ছবি সংগৃহিত
প্রাথমিকের মহাপরিচালক জনাব এ এম মনসুরুল আলম বলেন- শিক্ষাপ্রতিষ্ঠানগুলো না খোলা পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আয়োজন করা সম্ভব নয়, তবে প্রার্থীদের আবেদনপত্র, পরীক্ষার প্রশ্নসহ সবকিছু গুছিয়ে রাখার কাজ হয়েছে। এখনো স্কুল-কলেজগুলো খোলেনি। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলা না হলে আমরা পরীক্ষা নিতে পারবো না, কেননা এখানে আমাদের প্রায় ১৪ লাখ প্রার্থীর পরীক্ষা নিতে হবে। এত বিপুল সংখ্যক চাকরি প্রত্যাশীদের পরীক্ষা নিতে গেলে অনেকগুলো কেন্দ্রের প্রয়োজন হবে। তাই শিক্ষাপ্রতিষ্ঠান না খুললে পরীক্ষা আয়োজন করা আপাদত সম্ভব হবে না।
এর আগে গত ১৯ অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এবার প্রায় সাড়ে ৩২ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ দেয়া হবে।
সংবাদ টি শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ’বর্তমান খবর'কে জানাতে ই-মেইল করুন- bartomankhobar@gmail.com’ আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
এ বিভাগের আরও খবর...।
Leave a Reply