ইমরান হোসেন খানঃ
হাজার বছরের শ্রেষ্ঠ বাংগালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নারীকে শিক্ষিত কর্মীর হাতিয়ার হিসাবে তৈরী করে শ্বপ্নের শোষনমূক্ত, ক্ষুদামুক্ত ও দারিদ্রমুক্ত সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ তৈরীর যাত্রা শুরু করেছিলেন। দির্ঘদিন পরে হলেও আজ তার শ্বপ্ন পূরনের হাত ধরে উন্নত দেশের পথে হাটছে আমাদের প্রিয় বাংলাদেশ। দেশ উন্নয়নের সকল পরিকল্পনায় বাড়ছে নারীর সম্পৃক্ততা আমাদের প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পীকার, বিরোধী দলীয় নেত্রী, সরকারের মন্ত্রিপরিষদের সদস্য নারী, সেনা, নৌ, বিমান বাহিনী, পুলিশ,র্যা ব, আনসার, খেলাধুলাসহ বিভিন্ন ক্যাডারে নারীরা আজ নিজেদের শক্ত অবস্থান তৈরী করে নিয়েছে আপন কর্মদক্ষতায়। এই সমস্ত দেশ গঠনের কারীগর কর্মবীর নারীদের সন্মান জানাতেই “ হোয়াইট বাংলা ” র আয়োজন প্রিয় বাসিনী বাংলাদেশ অ্যাওয়ার্ড। এবার ১৫ টি ক্ষেত্রে সারাদেশ থেকে ৫৫ জন কর্মবীর নারীকে তাদের স্ব-স্ব কর্মের স্বীকৃতি সরুপ “প্রিয় বাসিনী বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২০-২১” প্রদান করে হোয়াইট বাংলা হোটেল সোনারগায়ে এক জমকালো আয়োজনের মাধ্যমে। নিজ কর্ম দক্ষতায় এবার নারায়ণগঞ্জ জেলা থেকে প্রিয় বাসিনী বাংলাদেশ ২০২০-২১ অ্যাওয়ার্ড পেয়েছেন খান সাহেব ওসমান আলী স্কুলের প্রধান শিক্ষিকা আফরোজা ওসমান।
হোয়াইট বাংলার সি ই ও জনাব তূর্য নাসিরের সভাপতিত্বে হোটেল সোনারগায়ের পদ্মা হলে অনুষ্ঠিত প্রিয় বাসিনী বাংলাদেশ অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি উদ্ভোধন করেন এটিএন বাংলা টেলিভিশনের ড. মাহফুজুর রহমান, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব টিপু মুন্সি মাননীয় মন্ত্রি বানিজ্য মন্ত্রনালয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নজরুল ইসলাম বাবু মাননীয় এমপি, মেহের আফরোজ চুমকি মাননীয় এমপি, এ্যড. সানজিদা খানম মাননীয় সাবেক এমপি, ইলিয়াস কাঞ্চন প্রমূখ।
আয়োজক হোয়াইট বাংলার সিইও জনাব তূর্য নাসির বলেন- কন্যা,জায়া, জননী সেতো নারী, আমাদের দেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠি নারী। নারীর উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন চিন্তা করা সম্ভব নয় কিন্তু আবমহাকাল থেকেই নারীদের সঠিক ভাবে মুল্যায়ন করা হয়নি. দেয়া হয়নি তাদের সন্মান অথচ আমাদের এই সোনার বাংলা গঠনে নারীর অবদানকে আমরা কখনোই অস্বীকার করতে পারি না, তাদের কর্মই তাদেরকে এগিয়ে নিয়ে আসে, তারপরও তাদেরকে সন্মান দেখাতে আমাদের তথাকথিত সমাজপতিদের অনিহা। জাতীর জনক নারী শক্তিকে বুজতেন, তাদের সন্মান করতেন। মুজিব শতবর্ষ, স্বাধীনতার সুবর্ন জয়ন্তি ও নারী দিবস উপলক্ষে তাই হোয়াইট বাংলা প্রতি বারের ন্যায় এবারও প্রিয় বাসিনী বাংলাদেশ অ্যাওয়ার্ড দিতে যাচ্ছে সমাজের সেই সমস্ত নারীদের, যাদের কর্মের মাধ্যমে আমাদের এই সমাজের পিছিয়ে পড়া নারীরাও মাথা উচু করে চলার সাহস ও শক্তি পাচ্ছে। সমস্ত বাংলাদেশ থেকে বাছাই করে এবার ১৫টি বিষয়ে ৫৫ জন নারীকে এই পুরস্কার দেয়া হচ্ছে তাদের কর্মদক্ষতা, সমাজে তাদের কাজের ব্যাপ্তি দেখে। আমি তাদের সকলের উজ্জল ভবিষ্যৎ কামনা করি তারা যেন সমাজ ও দেশ উন্নয়নে এভাবেই কাজ করে যেতে পারে।
Leave a Reply