ষ্টাফ রিপোর্টঃ
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে বাংলাদেশ রেলওয়ের পূর্ব ও পশ্চিম অঞ্চল প্রকল্পের বকেয়া বেতন-ভাতা নিয়মিতকরণ ও চাকরি দ্রুত রাজস্বকরণের দাবি করেছেন নিয়োগপ্রাপ্ত অস্থায়ী গেটকিপাররা। মানববন্ধনে গেটকিপারদের বেশ কয়েকটি সংগঠন অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা বলেন- আমাদেরকে নিয়ম মেনেই নিয়োগ দিয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি, পরীক্ষাসহ অফিসারদের যেভাবে নিয়োগ দেওয়া হয় তেমনি আমাদেরও সেই নিয়ম মেনেই নিয়োগ দেওয়া হয়েছে। অথচ আমরা এখনও নিয়মিত বেতন-ভাতা পাই না।
তারা আরও বলেন- নিয়ম অনুযায়ী নিয়োগের তিন বছর পর রাজস্বখাতে পদ স্থানান্তরের কথা থাকলেও তা এখন পর্যন্ত কার্যকর হচ্ছে না। কিন্তু গত তিন বছরে দ্রব্য মূল্যবৃদ্ধিসহ খরচ বেড়েছে কয়েকগুন ফলে এখন আমাদের জীবন ধারনে কষ্ট করতে হচ্ছে প্রতিনিয়ত । মানববন্ধনে চাকরি রাজস্বকরণের জন্য জোর দাবি জানান বক্তারা।
Leave a Reply