অক্টোবর ৩, ২০২৩, ৬:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
নির্বাচনী ইশতেহারের মতামত চেয়ে আওয়ামী লীগের গণবিজ্ঞপ্তি প্রধানমন্ত্রীর বক্তব্য অশালীন ও কুরুচিপূর্ণ, রাজনৈতিক ও ব্যক্তিগত প্রতিহিংসা ফুটে উঠেছে- মির্জা ফখরুল কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ পরিবারের সদস্যদের সহায়তা সামগ্রী বিতরণ বোনের বিয়ে ভেঙ্গে দেওয়ায় বন্ধুকে খুন, গ্রেপ্তার- ৪ রূপগঞ্জে হত্যা মামলায় আসামি গ্রেফতার ক্ষমতায় না থাকলে বাংলাদেশ অন্ধকারে ফিরে যাবে- প্রধান মন্ত্রী শেখ হাসিনা সংঘবদ্ধ গরু চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার নীলফামারীতে ফেন্সিডিলসহ মা-ছেলে আটক। নারায়ণগঞ্জ বন্দরে ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেফতার-৪ চিত্তরঞ্জন টেক্সটাইল পল্লী পরিদর্শন করলেন কুয়েত আর্মড ফোর্সেস এর প্রতিনিধি দল। অতিরিক্ত বিদ্যুৎ বিল, হয়রানির মুখে গ্রাহক স্কুল পরিদর্শনে ইউএনও, তিন শ্রেণীতে ছিলেন না কোন শিক্ষার্থী দেশের চিনির বাজার নিয়ন্ত্রণ করতে সরকারি চিনিকলগুলো চালু রাখা ও উৎপাদন বাড়ানো প্রয়োজন- শিল্পসচিব জাকিয়া সুলতানা। আড়াইহাজারে গ্যাস লাইন বিস্ফোরণে নিহত ১ আহত তিন জলঢাকা থানায় ৪০০ বোতল ফেনসিডিল সহ দুইজন গ্রেফতার। বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত সড়কগুলোত সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা, ভোগান্তিতে সৈয়দপুরবাসী। কারিকুলাম ডেভেলপমেন্ট অব স্মার্ট পুলিশিং’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করলেন আইজিপি ওসি শাহাদাত হোসেনকে পুরস্কার দিলেন আইজিপি তিনদিন পর সাগর থেকে জিবিত উদ্ধার ২৯ জেলে

প্রয়াত নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের নাম ভাঙ্গিয়ে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত।

নিজস্ব সংবাদদাতা -ঃ নারায়ণগঞ্জ জেলাধীন সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার তাতখানা ডা: আব্দুল কুদ্দুস এর দীর্ঘ ৫০ বছর যাবৎ ভোগ দখলকৃত সম্পত্তি ভুয়া আইডি কার্ড তৈরি করে দখল করার পায়তারা করছে সাইদুর রহমান রিপন গংরা। দীর্ঘ দিন যাবৎ ডা: আব্দুল কুদ্দুস এর ভোগ দখলকৃত সম্পত্তি একটি সংঘবদ্ধ ভুমিদস্যু চক্র দখল করার পায়তারা করছে।
এ সময় তারা নারায়ণগঞ্জের গণমানুষের নেতা বীরমুক্তিযোদ্ধা ৪ বারের সংসদ সদস্য আলহাজ্ব নাসিম ওসমান সাহেবের সুযোগ্য সন্তান যুব সমাজের প্রাণ তরুণ প্রজন্মের অহংকার জনাব আলহাজ্ব আজমির ওসমান এর নাম ব্যবহার করে জোরপূর্বক নিরীহ ডা: আব্দুল কুদ্দুসের ভূমি দখল করার পায়তারা করছে।

অথচ নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ নাসিম ছিলেন নারায়ণগঞ্জের মাটি ও মানুষের নেতা। তার অবর্তমানে তার একমাত্র পুত্র আজমেরী ওসমান গরীব মেহনতী মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করে যাচ্ছেন। তিনি তাঁর পিতার নামে নাসিম ওসমান দুঃস্থ কল্যান ফাউন্ডেশন’ এর মাধ্যমে তার সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষদের প্রতি সাহায্য সহযোগীতার হাত বাড়িয়ে দিয়ে থাকেন সব সময়। কিন্তু বিভিন্ন সময় তাকে প্রশ্নবিদ্ধ করতেই একটি পক্ষ মাঠে কাজ করে যাচ্ছে। কিন্তু এই রিপন গং মহলের মত লোকদের ইন্দনে বিভিন্ন সময় নারায়ণগঞ্জ-৪ ও ৫ আসনের এলাকায় বিভিন্ন ব্যাক্তি নানা রকম অপকর্ম করে তা আজমেরী ওসমানের নামে চালিয়ে দিয়ে থাকে। এই রিপন গংরা এমনি একটি চক্র যারা নিজের স্বার্থ হাসিল করার সাথে সাথে আজমেরী ওসমানে নামে ষড়যন্ত্র করায় লিপ্ত থাকে।

আরো জানা গেছে তফসিল ভুক্ত সম্পত্তি দখল করতে রিপন গংরা ভুয়া ন্যাশনাল আইডি তৈরি করে নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিল মো: রুহুল আমিনের কার্যালয়ে একটি অভিযোগ করেন। ওই অভিযোগের প্রেক্ষিতে কাউন্সিলর উভয়পক্ষকে হাজির হওয়ার জন্য নোটিশ করেন। পরে দুই পক্ষই হাজির হয়। পর্যালোচনা করে কাউন্সিলর অফিস ওই পাওয়ার অব এ্যটনির দাতাগনের জাতীয় পরিচয়পত্র যাচাই করে ভুয়া বলে প্রমান পান। ফলে আব্দুল কুদ্দুসের পক্ষে রায় প্রদান করেন।

আরএস রেকর্ড এ ভুল নাম অন্তর্ভুক্তি হওয়ার সুযোগ নিয়ে সাইদুর রিপন কতিপয় ব্যাক্তিকে নুরুল হক ও নুরু হুদা, পিতা আব্দুল হামিদ এবং তদ্বীয় কন্যা আসমা ও নাতি মামুন হক সাজিয়ে ভুয়া ও জাল-জালিয়াতি জাতীয় পরিচয়পত্র তৈরি করে নারায়ণগঞ্জ সাব রেজিষ্ট্র অফিসে গত ২৪-৪-২০১৪ ইং তারিখে ২৭২৮ ও ২৭২৯ দুটি দলিল করে। অনুসন্ধানে আরও জানা যায় যে, গত ২২-১০-২০১৪ ইং সনে আরও দুটি দলিল তৈরি করে যার নাম্মার ৬১৭৫ ও ৬১৭৬। যার দাতা ও গ্রহিতা উভয়ই ভুয়া ও জাল। উক্ত দলিল মুলে সহকারি কমিশনার ভুমির সিদ্ধিগঞ্জ রাজস্ব সার্কেল নারায়ণগঞ্জ থেকে নামজারি জমাভাগ মামলা নং ৩৩২৩/১৯২০ সম্পন্ন করেন। পরবতীতে সাইদুর রহমান রিপন আসমা ও মামুন হকের নিকট থেকে আমমোক্তার নামা দলিল করেন। যার দলিল নং ২১৮৪ তারিখ ১৬-৩-২০২০ইং।

তফসিল : সে:মে: ২০৪ এসএ ১৮, আরএস ৮৯ নং গোদনাইল মৌজাস্থিত, সে:মে: ৩৮ এসএ ২৯ নং খতিয়ানভুক্ত, সিএস ১২২৩, আরএস ২৮৫৯,২৮৬১ নং দাগে ডোবা-ভুমি ৪০ শতাংশ। যাহার উত্তরে আমির হোসেন খান গং, দক্ষিনে বাবুল গং,পূবে ও পশিচমে হুকুম দখলকৃত ভুমি।

সংবাদ টি শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ’বর্তমান খবর'কে জানাতে ই-মেইল করুন- bartomankhobar@gmail.com’ আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।


Bartoman Khobar ads
Bartoman Khobar ads