ফতুল্লা প্রতিনিধি: নারায়ণগঞ্জ ফতুল্লা থানার কাঠের পুল এলাকার শীর্ষ সন্ত্রাসী আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচয়দানকারী গিয়াস উদ্দিন ওরফে কাইল্লা গেসু বৃহস্পতিবার রাত ৯টা ত্রিশ মিনিটে কাচপুর সাজেদা হাসপাতালে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছে।
তার নামে একাধিক মামলা আছে ও ভূমিদশ্যূ হিসেবে চিহ্নিত। সুত্রমতে জানা যায় মৃত গিয়াস উদ্দিন কাঠের পুল এলাকার মৃত কালু ড্রাইভারের ছেলে ও আজমতর ভাই। বরাত ডায়িং ও মালিহা নিট ফ্যাশনের সত্বাধিকারী গিয়াস উদ্দিন কিছু দিন পূর্বে করোনা পজিটিভ হলে নারায়ণগঞ্জ এর একটি হাসপাতালে ভর্তি হয়।
গত বৃহস্পতিবার তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মুগদা করোনা হাসপাতালে পাঠায়। মুগদা করোনা হাসপাতালে আই সি ইউ বেড খালি না থাকায় পুনরায় গিয়াস উদ্দিন কে নারায়ণগঞ্জের কাচপুর সাজেদা হাসপাতালে নিয়ে আসে। রাতে ন য়টা ত্রিশ মিনিটে গিয়াস মারা যায়।
ফতুল্লা কাঠের পুল এলাকায় শুক্রবার ফজরের পর দ্রুত জানাযা নামাজ সম্পুর্ন করে রেল লাইন কাঠের পুল গোরস্থানে দাফন করা হয়।
Leave a Reply