সেপ্টেম্বর ২৬, ২০২৩, ৪:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
নারায়ণগঞ্জ বন্দরে ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেফতার-৪ চিত্তরঞ্জন টেক্সটাইল পল্লী পরিদর্শন করলেন কুয়েত আর্মড ফোর্সেস এর প্রতিনিধি দল। অতিরিক্ত বিদ্যুৎ বিল, হয়রানির মুখে গ্রাহক স্কুল পরিদর্শনে ইউএনও, তিন শ্রেণীতে ছিলেন না কোন শিক্ষার্থী দেশের চিনির বাজার নিয়ন্ত্রণ করতে সরকারি চিনিকলগুলো চালু রাখা ও উৎপাদন বাড়ানো প্রয়োজন- শিল্পসচিব জাকিয়া সুলতানা। আড়াইহাজারে গ্যাস লাইন বিস্ফোরণে নিহত ১ আহত তিন জলঢাকা থানায় ৪০০ বোতল ফেনসিডিল সহ দুইজন গ্রেফতার। বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত সড়কগুলোত সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা, ভোগান্তিতে সৈয়দপুরবাসী। কারিকুলাম ডেভেলপমেন্ট অব স্মার্ট পুলিশিং’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করলেন আইজিপি ওসি শাহাদাত হোসেনকে পুরস্কার দিলেন আইজিপি তিনদিন পর সাগর থেকে জিবিত উদ্ধার ২৯ জেলে সাংবাদিক জিহাদ হোসেন এর আজ শুভ জন্মদিন খালেদা জিয়াসহ ৮ জনের বিরুদ্ধে সাক্ষ্য ১০ অক্টোবর জাতিসংঘ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠা বার্ষিকী পালন গ্যাস ট্যাবলেট দিয়ে প্রায় দেড় লক্ষ টাকার মাছ নিধন। আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অতিরিক্ত আইজিপি’র অবসর আদমজীতে বরখাস্তকৃত প্রধান শিক্ষককে গাজী পুনরায় বহালের প্রতিবাদে মানববন্ধন,বড় আন্দোলনের হুশিয়ারী ১০ চাকার ডাম্পারে ক্ষতিগ্রস্ত সড়ক, প্রশাসনের দৃষ্টি কামনা

ফতুল্লায় দরিদ্র একটি পরিবারকে লাইভে এসে শাসালেন ইউপি সদস্য!

নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জ ফতুল্লা বক্তাবলীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে লাইভে এসে দরিদ্র একটি পরিবারকে শাসিয়েছেন রাসেল চৌধুরী নামের এক ইউপি সদস্য। স্থানীয় একটি ইউটিউব চ্যানেলে ‘ইউপি সদস্যের কাছ থেকে কোন সাহায্য সহযোগিতা পান না’ এমন বক্তব্য দেয়ার জের ধরে দলবল নিয়ে গিয়ে দীন ইসলাম নামের এক ব্যক্তি ও তার পরিবারের সদস্যদের লাইভে এসেই নানাভাবে শাসান ইউপি সদস্য
রাসেল চৌধুরী । এক পর্যায়ে ওই ইউপি সদস্য দীন ইসলামকে ‘সাবধান, এসব কথা আর বলবে না’ বলেও সতর্ক করেন। দীন ইসলামের বাড়ি বক্তাবলীর কানাইনগরে। তিনি পেশায় একজন দিনমজুর। স্ত্রী ও দুই সন্তান নিয়ে অভাব অনটনে দিন কাট তার।

স্থানীয় মানবাধিকার সংগঠনগুলো বলছে- ইউপি সদস্যের এ ঘটনা একদিকে যেমন অন্যায়, ঠিক তেমনি মানবাধিকারের লংঘন। সরকারী সাহায্য পাওয়া নিয়ে কোন পরিবারকে এভাবে ‘পাবলিকলী এক্সপোজ’ ও হেনস্তা করার অধিকার ওই ইউপি সদস্যের নেই। কারণ ইউপি সদস্য সরকারের অনুদান একজন জনপ্রতিনিধি হয়ে চাহিদা সম্পন্ন মানুষের কাছে পৌঁছে দেন মাত্র। এছাড়াও ইউপি সদস্য একজন নাগরিকের স্বাধীন মতপ্রকাশের উপর আক্রমন করেছেন। যা নিন্দনীয় ও দন্ডনীয়।

রাসেল চৌধুরী বক্তাবলী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য। এই ইউপি সদস্যের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ রয়েছে। এর আগেও তিনি রামনগর গ্রামের একটি কবরস্থানের অর্থ আত্মসাতের অভিযোগে বেশ সমালোচিত হন।

স্থানীয়রা জানায়, স্থানীয় একটি ইউটিউব চ্যানেলে দরিদ্র দীন ইসলাম ইউপি সদস্যের কাছ থেকে তেমন সাহায্য সহযোগিতা পান না বলে বক্তব্য দেন। বৃহস্পতিবার (৪ মার্চ) রাতে তা প্রচার হয়। এরপরই ক্ষেপে যান ইউপি সদস্য রাসেল চৌধুরী। পরে শুক্রবার (৫ মার্চ) সকালে প্রথমে তিনি দীন ইসলাম’র বাড়িতে যান। গিয়ে তাদের বেদম বকাঝকা করেন। একপর্যায়ে তাদেরকে ফেইসবুকে বৃহস্পতিবার (৪ মার্চ)’র দেয়া বক্তব্য মিথ্যা বলতে হবে বলে ফেইসবুকে লাইভে আসেন। কিন্তু দুইবার লাইভে এসেও কাংখিত ফলাফল না পেয়ে পরবর্তীতে একটি ভিডিও চিত্রধারণ করেন।

৭ মিনিট ২৩ সেকেন্ডের ওই ভিডিও’র শিরোনাম দিয়েছে ‘গরীবের চরিত্র এমন হয় না! বিপি নিউজে দেয়া সাক্ষাতকারে দিন ইসলাম যা বলেছে তা অন্যের শিখানো ছিলো, মিথ্যা বানোয়াট ছিলো তা প্রমাণ করার জন্যেই এই ভিডিও।’ দলবল নিয়ে ওই পরিবারকে শাসিয়ে ফেইসবুকে বক্তব্য নেয়ার অভিযোগ প্রসঙ্গে রাসেল চৌধুরী বলেন, যে আপনাকে এ তথ্য দিয়েছে সে ভিত্তিহীন বাজে তথ্য দিয়েছে। যে তথ্য দিয়েছে সে একটা বাজে মানুষ।

সংবাদ টি শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ’বর্তমান খবর'কে জানাতে ই-মেইল করুন- bartomankhobar@gmail.com’ আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।


Bartoman Khobar ads
Bartoman Khobar ads