ফতুল্লা প্রতিনিধি: সরকার দলের লোকদের সাথে আতাঁতের অভিযোগ এনে কাশীপুরে বিএনপির সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ করেছে ইউনিয়ন যুবদলের নেতারা। তাদের অভিযোগ- ইউনিয়ন বিএনপির সভাপতি ওমর আলী আমাদের দলে থেকেও সরকারের দালাল হিসাবে কাজ করছে। তিনি দলীয় কার্যালয়ের চাবি নিজের কাছে নিয়ে রেখেছেন দলের একটি কর্মসূচির জন্য তার কাছে চাবি চাইলেও তিনি ‘এখন কোন প্রকার কর্মসূচি করতে হবে না’-বলে তাদের চাবি দেননি। এই নিয়ে গত বুধবার (১৬ ডিসেম্বর) বিকালে কাশীপুর ইউনিয়ন বিএনপি অফিসের সামনে যুবদলের নেতারা বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
যুবদল নেতারা জানান সংবাদ প্রতিনিধিকে জানান- বিজয় দিবস উপলক্ষ্যে দলীয় কার্যালয়ে দোয়া, মিলাদ ও বিজয় র্যালির আয়োজন করে ইউনিয়ন যুবদল নেতা কর্মীরা এজন্য বিএনপি সভাপতি ওমর আলীর কাছ থেকে দলীয় কার্যালয়ের চাবি চান তারা।, কিন্তু সভাপতি তাদের চাবি দেননি। পরে তারা বিজয় র্যালী শেষ করে এসে দলীয় কার্যালয়ের সামনে সভাপতি ওমর আলীর বিরুদ্ধে বিক্ষোভ করে এবং তার এ ধরনের কর্মকান্ডের প্রতিবাদ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন- ফতুল্লা থানা যুবদলের যুগ্ম-আহবায়ক রয়েল চৌধুরী, নূরে আলম, কাশীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক সৈকত হাসান ইকবাল, সাংগঠনিক সম্পাদক সোহেল হাসান, ফতুল্লা থানা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সেন্টু, কাশীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক বরকত উল্লাহ, ২নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি বাবু, ৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি নাজমুল হাসান, কাশীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সুমন, যুবদল নেতা মোস্তফা হাবিব, আশিকসহ বি এন পি দলের অন্যান্য অংগসংগঠনের নেতাকর্মী প্রমূখ।
যুবদলের বিক্ষোভ প্রসঙ্গে কথা বলার জন্য ইউনিয়ন বিএনপির সভাপতি ওমর আলীর মুঠোফোনে ফোন দিলেও তিনি তা রিসিভ করেননি।
Leave a Reply