ষ্টাফ রিপোর্টঃ
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশেনর ১০ নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর আওয়ামীলীগ সহ-প্রচার সম্পাদক হাজী ইফতেখার আলম খোকন এর উদ্যোগে ওয়ার্ডব্যাপি দিনভর স্থানীয় নেতৃবৃন্দ, যুবক, বৃদ্ধ সহ সকল শ্রেণি পেশার মানুষকে নিয়ে নানা রকম কর্মসুচীর মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মদিন বুধবার(১৭ মার্চ) লক্ষীনারায়ণ কটন মিলস উচ্চ বিদ্যালয়, গোদনাইল উচ্চ বিদ্যালয়, বর্ণমালা একাডেমি ও নিজ কার্যালয়ে
মিলাদ, দোয়া ও কেক কাটার মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের রূহের মাগফিরাত কামনা করা হয়।
এই সময় দিনব্যাপি বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক মোঃ নুর আলী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর (১০, ১১, ১২) ও প্যানেল মেয়র-৩ মিনোয়ারা বেগম, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য আবুল হাসানত, আওয়ামীলীগ নেতা ও লক্ষীনারায়ণ স্কুল কমিটি সদস্য মনির মাতবর, আওয়ামীলীগ নেতা ও লক্ষীনারায়ণ স্কুল কমিটি সদস্য মোতালেব, লক্ষীনারায়ণ স্কুল ও গোদনাইল স্কুলের সন্মানীত শিক্ষকমন্ডলী, সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক শ্রমিকলীগ সহ-সভাপতি ও ১০ নং ওয়ার্ড আওয়ামীলীগ সদস্য মোঃ আবুল কালাম আজাদ, ১০ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির,সাবেক ১০ নংওয়ার্ড ছাত্রলীগ সভাপতি ও যুবলীগ নেতা কাজী আমীর, সাবেক কাউন্সিলর মোহর আলী সহ আরামবাগ, রসুলবাগ, মীরপাড়া, বাগপাড়া, মাঝিপাড়া ও পাঠানটুলী এলাকার সর্বস্তরের গণ্যমান্য ব্যাক্তিগণ।
সংক্ষিপ্ত বক্তব্যে নাসিক-১০ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী ইফতেখার আলম খোকন স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সকল সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দের প্রতি আহবান জানিয়ে বলেন- নিজেদের মধ্যে কোন বিভেদ সৃষ্টি করা যাবেনা, নারায়ণগঞ্জ-৪ আসনের মাননীয় সাংসদ জনাব এ.কে.এম. শামীম ওসমানের মাধ্যমে জননেত্রী, দেশরত্ন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে বাঁধা সৃষ্টি হয় এমন কোন কাজ করা যাবেনা। যেকোন অন্যায়কে কঠিন হাতে দমন করা হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি দোয়া কামনা করেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রীর পরিবারের সকল সদস্যদের জন্য, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ জনাব এ.কে.এম. শামীম ওসমান ও পরিবারের সকল সদস্যদের জন্য সহ সকল নেতৃবৃন্দের জন্য।
Leave a Reply