জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণকে কেন্দ্র করে উগ্র সাম্প্রদায়িক গােষ্ঠী স্বাধীনতা বিরোধী অপশক্তিকে বিএনপি, জামাতের মদদপুষ্ট ধর্মীয় লেবাসধারী কতিপয় ব্যক্তি ধর্মীয় অপব্যাখ্যা ও বিভ্রান্তিমূলক ফতােয়া দিয়ে ধর্মভীরু সাধারণ মানুষকে চরমভাবে বিভ্রান্ত করে আসছে। এই সমস্ত উগ্র, ধর্মান্ধ এবং সাম্প্রদায়িক অপশক্তির অপকর্মের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে সভাপতি জুয়েল হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন মুক্তার এক বর্ধিত সভার আয়োজন করেন।
গত বৃহস্পতিবার (২৬ শে নভেম্বর) নারায়ণগঞ্জস্থ চাষাড়া মহানগর স্বেচ্ছাসেবক লীগ অফিসে এই বর্ধিত সভায় সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন মোক্তার বলেন-জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণকে কেন্দ্র করে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী স্বাধীনতা বিরোধী অপশক্তির এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি, জামাতের মদদ-পুষ্ট ধর্মীয় লেবাসধারী কতিপয় ব্যক্তি ধর্মীয় অপব্যাখ্যা ও বিভ্রান্তিমূলক ফতোয়া দিয়ে ধর্মভীরু সাধারণ মানুষকে চরমভাবে বিভ্রান্ত করে আসছে। একাত্তরের পরাজিত শক্তি ও একুশে আগস্টের খুনি চক্র বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
নেতৃবৃন্দ সাম্প্রদায়িক অপশক্তির অব্যাহত ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানিয়ে তিনি আরো বলেন,আসলে চার দলীয় জোট সরকারের আমলেও ছিল ভাস্কর্য। ওদের আসল চুলকানি “বঙ্গবন্ধু ” তে। ভাস্কর্য হচ্ছে সভ্যতার ধারা বিবরণী। বিশ্বের বিভিন্ন মুসলিম প্রধান দেশেও ভাস্কর্য তাদের ইতিহাস ঐতিহ্যের ধারক ও বাহক হিসেবে গুরুত্ব বহন করে আসছে। স্বাধীনতা, বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক এবং অভিন্ন। গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র ও জাতীয়তাবাদ বাংলাদেশের সংবিধানের মূলমন্ত্র। মুক্তিযুদ্ধের চেতনায় আধুনিক উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে বঙ্গবন্ধুর ভাস্কর্য আগামী প্রজন্মকে অনুপ্রেরণা যোগাবে। বিবৃতিতে নেতৃবৃন্দ ভাস্কর্য সম্পর্কে মৌলবাদী, জঙ্গী, ধর্ম ব্যবসায়ী ও অপব্যাখ্যাকারীদের চিহ্নিত করে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
Leave a Reply