১৫ আগস্ট বাঙ্গালীর মুক্তির দূত, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী। বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে জাতির জন্য এক কালো অধ্যায়ের জন্ম হয়েছিল সেইদিন। এই দিন উপলক্ষ্যে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা আওয়ামী লীগ কৃষি বিষয়ক সম্পাদক শাহজাহান মোল্লা ।
এ বিষয়ে এক শোক বার্তায় তিনি গণমাধ্যমকে জানান ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আজ পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন দেশের জন্ম হতনা। বঙ্গবন্ধুকে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট কালো রাতে স্বপরিবারে হত্যার মাধ্যমে বাংলাদেশকে ও বাংলাদশের স্বাধীনতাকে নস্যাৎ করতে চেয়েছিল একটি কুচক্রি মহল। কিন্তু তাঁরা সফল হতে পারেনি।বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা শক্ত হাতে দেশের হাল ধরেছেন এবং দেশের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আসুন বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীতে আমরা প্রত্যেকে প্রতিজ্ঞাবদ্ধ হই এবং একটি আধুনিক বাংলাদেশ গড়ার বিষয়ে দৃঢ় মনোবল গড়ে তুলি।
Leave a Reply