জিহাদ হোসেনঃ
বন্দরে এলাকাবাসী বহু অপরাধমূলক কর্মকান্ডে সম্পৃক্ত থাকার অভিযোগ এনে মোফাজ্জল হোসেন ওরফে হলডেনের কঠোর শাস্তির দাবী জানিয়ে (৬ সেপ্টেম্বর) বুধবার সকাল ১১টায় বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের ধামগড়, সেনেরবাড়ি ও আস্তানবাড়ি এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি আস্তানবাড়ি মাজারের সম্মুখ থেকে শুরু হয়ে চাঁন মার্কেটে গিয়ে শেষ হয়।
তদন্ত সাপেক্ষে হলডেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়ে স্থানীয় এলাকাবাসীর স্বাক্ষর নিয়ে একই দিনে নারায়ণগঞ্জের পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন হলডেনের হামলার শিকার হওয়া আহত নজরুল ইসলাম।
লিখিত অভিযোগের জানা যায়- মোফাজ্জল হোসেন হলডেন (৫১), পিতাঃ মৃত সোনা মিয়া মেম্বার, সানজিদা আক্তার নিশু (৪৮) পিতাঃ মোঃ সিরাজ, জেনিফা (২৫)ও জয়া (২১) উভয়পিতাঃ মোফাজ্জল হোসেন হলডেন, রাব্বি পিতা অজ্ঞাত, হাফেজ পিতাঃ রাজ্জাক মুন্সী সর্বসাং-সেনেরবাড়ি, বন্দর, নারায়ণগঞ্জ, তারা বিভিন্ন সময়ে স্থানীয় এলাকার বিভিন্ন ব্যক্তিকে প্রতারণা ও হয়রানী করে অর্থ আদায়, জোরপূর্বক জায়গা দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে আসছে। হলডেন প্রতিবেশী ও আত্মীয়স্বজনদেরকেও বিভিন্ন মামলায় জড়িয়ে হয়রানী করে থাকে। নিজের মাকেও মারধর করার অভিযোগ আছে তার বিরুদ্ধে। তার নামে বেশ কিছু মামলা আছে। একটি মামলায় হলডেনকে ৬ মাসের স্বশ্রম কারাদন্ড দিয়েছে বিজ্ঞ আদালত’।
গত মঙ্গলবার নজরুল ইসলাম তাদের এধরণের কাজের প্রতিবাদ করলে সন্ধ্যায় উক্ত বিবাদীরা লাঠিসোটা ও ছুরি নিয়ে নজরুলের বাড়িতে এসে আক্রমণ করে, এতে তার মাথা ফেটে যায় পরে আত্মীয়স্বজন এসে তাকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।নজরুলের মাথায় ৫টি সেলাই দেয়া হয়েছে।
বিক্ষোভকারীরা জানান, ‘হলডেন ঝগড়াটে, মামলাবাজ ও প্রতারক। তার জন্য এলাকার মান সম্মান খাটো হচ্ছে। তার নানাবিধ অপরাধমূলক কর্মকান্ডের কারণে আমরা অতীষ্ঠ। হলডেনের কারণে অনেক নিরিহ জনসাধারণ ও তার মা সহ আত্মীয়স্বজন অনেক হয়রানীর শিকার হয়েছেন। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই’।
Leave a Reply