স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের বন্দরে নাসিক ১৯নং ওয়ার্ডের দড়িসোনাকান্দা এলাকার বাসিন্দা মোস্তফা সরকার আরিফ (৬০) নামে এক ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। করোনা আক্রান্ত হয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১৪ তে।
ওসি রফিকুল ইসলাম বলেন, তার করোনা পজেটিভ ছিল। তিনি কুর্মিটোলা হাসপাতালে ভর্তি ছিলেন। মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়েছে। ঢাকাতেই তার লাশ দাফন করা হবে।
করোনার ভয়াল থাবায় প্রথমে গত ৩০ মার্চ নারায়ণগঞ্জ বন্দরের জিএ রোডে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়। পরে ৪ এপ্রিল এক আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয় বাংলাবাজার এলাকায়। এরপর ৫ এপ্রিল শহরের জামতলায় একজন ও দেওভোগ আখড়া এলাকায় আরেকজনের মৃত্যু হয়। এর একদিন পর ৬ এপ্রিল শীতলক্ষ্যা এলাকায় একজন এবং চাষাঢ়ার মাসুদা প্লাজার মালিকের মৃত্যু হয়। ৭ এপ্রিল দেওভোগে একজন গিটারিস্টের মৃত্যু হয়। ৮ এপ্রিল সিদ্ধিরগগঞ্জে আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের সহ-সভাপতি এবং ৯ এপ্রিল ফতুল্লার সস্তাপুরে এক ব্যবসায়ীর মৃত্যু হয়। ১২ এপ্রিল দেওভোগের পাক্কা রোডের খানকা গলিতে এক ব্যক্তি ও ফতুল্লার ইসদাইরের এক নারীর মৃত্যু হয়।
১৩ এপ্রিল সিদ্ধিরগঞ্জের মিজমিজি পূর্বপাড়া এলাকার এক নারীর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। ১৪ এপ্রিল ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে এক নারী করোনা আক্রান্ত হয়ে মুত্যু হয়। মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ায় জেলায় ১৩ জনে। ১৫ এপ্রিল বন্দরের ১৯নং ওয়ার্ডের এক বাসিন্দার মৃত্যুতে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৪।
Leave a Reply