বন্দর প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার রেললাইন টিনের মসজিদ সংলগ্ন আলফা মিয়ার পুকুর থেকে বুধবার (৩০ আগস্ট) সকাল পোনে ৭ টার দিকে সজীব (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস। ওই যুবক নেশাদ্রব্য সেবন করে পুকুরের পানিতে ডুবে মারা গেছে বলে জানিয়েছে পুলিশ। নিহত সজীব বন্দর পুলিশ ফাঁড়ি সংলগ্ন এসএস সাহা রোড এলাকার শশী মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত পোনে ১২ টার দিকে ৫ যুবক উক্ত পুকুরপাড়ে বসে নেশাজাত দ্রব্য গাঁজা, ইয়াবা সেবন করে। নেশাগ্রস্ত অবস্থায় সজীব অজ্ঞান হয়ে পুকুরে পড়ে নিখোঁজ হয়। পরবর্তিতে খবর পেয়ে বন্দর থানার এসআই ফয়েজ আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে এবং ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে পৌছায় । ফায়ার সার্ভিসের ডুবুরী দল নিখোঁজ ব্যাক্তিকে উদ্ধারের চেষ্ঠা করে। রাত্র গভীর হওয়ায় উদ্ধার কাজ স্থগিত করা হয়, পূনরায় বুধবার ভোরে ফায়ার সার্ভিসের ডুবুরী দল উদ্ধার কাজ চালায় এবং সকাল পোনে ৭ টার দিকে সজীবের লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়। নিহত সজীবের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে। প্রাথমিক ভাবে নিহত সজিবের সংগীয় ৪ জনকে অভিযান চালিয়ে আটক করে বন্দর থানা পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানা হাজতে আটক রাখা হয়েছে। আটককৃতরা হলেন: বন্দর গার্লস স্কুল সংলগ্ন আবু জাহের চেয়ারম্যানের বাড়ীর ভাড়াটিয়া রতন চন্দ্র দাসের ছেলে অন্তর (২০), কোটপাড়া এলাকার আজগর আলীর ছেলে আল আমিন (২৩), একই এলাকার নবী হোসেনের ছেলে সিয়াম (২৩), বন্দর পুলিশ ফাঁড়ি সংলগ্ন এসএস সাহা রোড এলাকার সিরাজ মিয়ার ছেলে সিয়াম (২২)।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক এর মুঠোফোনে যোগাযোগ করে তাকে ফোনে পাওয়া যায়নি।
Leave a Reply