বিশেষ সংবাদ দাতা: বন্দরে রহস্য জনক ভাবে সিনথিয়া আক্তার (১২) নামে এক কিশোরী নিজ ঘরের আঁড়ার সাথে গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
সোমবার বিকেল ৪টায় বন্দর থানার হাফেজীবাগ এলাকায় এ আত্মহত্যার ঘটনাটি ঘটে। এলাকাবাসী মাধ্যমে সংবাদ পেয়ে বন্দর ফাঁড়ী পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে র্মগে প্রেরণ করেছে। এ ব্যাপারে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আত্মহননকারী কিশোরী সিনথিয়া ওই এলাকার দিনমজুর মোঃ আশাবুদ্দিন মিয়ার মেয়ে বলে জানা গেছে। এলাকাবাসী জানিয়েছে, ২২ জুন সোমবার সকালে বন্দর হাফেজীবাগ এলাকার মোঃ আশাবুদ্দিন মিয়া প্রতিদিনের ন্যায় রাজমিস্ত্রী কাজে যায়। তার ছেলে ইস্রাফিল ও প্রতিদিনের ন্যায় হোসিয়ারিতে কাজে যায় এবং আশাবুদ্দিন মিয়ার স্ত্রী লায়লী বেগম পাশের বাড়িতে রান্না করতে আসলে ওই সুযোগে কিশোরী সিনথিয়া সকলের অগচরে নিজ ঘরের আঁড়ার সাথে গামছা পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
এ ব্যাপারে বন্দর ফাঁড়ী উপ-পরিদর্শক গোপাল জানান, এলাকাবাসী খবর দিলে আমরা দ্রুত এসে লাশ মর্গে পাঠাই, তবে আত্মহত্যার কারন এখন পর্যন্ত জানা যায়নি। বাকিটা ময়নাতদন্তে জানা যাবে
Leave a Reply