বন্দর থানাধীন বেজের গাঁ মায়াপুরে নুরুজ্জামান মিয়ার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটছে। ০২.০৯.২০২১ তারিখ রাতে এই ডাকাতির ঘটনা ঘটে। নুরুজ্জামান মিয়ার ভাই এই ডাকাতির ঘটনায় বাদি হয়ে বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করে।
নুরুজ্জামান মিয়ার স্ত্রী জানায় আমার ৪ তলা বাসা ডুপ্লেক্স আমি দ্বীতিয় তালায় বসবাস করি,নিচ তলা তার দক্ষিন পূর্ব দিকের জানালা গ্রীলকাটিয়া রাত ৩.৪৫ মিনিটে অঘাত্বনামা ৭/৮ জন মুখে মাক্স পড়িয়া ঘরের লক ভেঙ্গে ঘরের ভিতর প্রবেশ করে আমাদের ঘুম ভেঙে যায় তার পর আমার তিন ছেলেকে রুমে আটকে রেখে তাদের গলাতে ছুরি ধরে এবং মেরে ফেলবে ভয় দেখায় আমাকে বলে শব্দ করলে মেরে ফেলবে সবাই কে। তখন আমাকে চর থাপ্পড় মেরে আলমারির চাবি দিতে বাধ্য করে আমি উপায় না পেয়ে চাবি দিতে বাধ্য হই।ডাকাতরা আলমারি থেকে সিন্দুক খুলে একটি সিতা হার ৭ ভরি ওজনের , তিনটি ৪.৫ ভরি ওজনের হার,২ জোড়া চুড়ি যার আনুমানিক ওজন ৪ ভরি,একটি চুড় ৩ ভরি,৫ টি চেইন ৮ ভরি,৩ জোড়া কানের দুল ২ ভরি,একটি লকেট ১ ভরি,বেসলাইট ১ ভরি,৪ টি আংটি ২ ভরি,আনুমানিক ২৫ লাক্ষ টাকার মালামাল নিয়ে যায় এবং ঘরে থাকা সিসি ক্যামেরা ডিভাইস সহ ক্যামেরে নিয়ে যায়,তার পরও আমি বাঁধা দিতে গেলে আমাকে হাতে থাকা সিলাইরেন্স দিয়ে গায়ে হাতে আঘাত করে নিলা জখম হয়।তাদের সব গুলোর বয়স ২৫-৪০ হবে তাদের পিছন দিক দিয়ে আসে এবং ঐ দিক দিয়ে চলে যায় তাদের সবার পড়নে মাক্স ছিলো একজনের পড়নে গামছা ছিলো এবং তাহারা নারায়ণগঞ্জের বাসাই কথাবার্তা বলে একজন লম্বা ও খাটো ছিলো সব গুলো।
তিনি আরো বলেন আমাদের দারনা বেজের গাঁ মায়াপুরে মানুৃষ ও সাথে জড়িত থাকতে পারে তাই নুরুজাম্মান এর ছোট ভাই শহিদুল ইসলাম বৃস্পতিবার বন্দর থানা গিয়ে অভিযোগ দায়ের করেন।
Leave a Reply