শরতের শুভ্র আকাশ আর কাশ ফুলের মৃদু দোলা প্রকাশ করে দেবী দুর্গার আগমনী বার্তা। অসুরীক শক্তিকে পরাভুত করে পৃথিবীতে শান্তির বারতা নিয়ে আসে মা দুর্গা। বর্তমানে আমাদের প্রিয় বাংলাদেশসহ সারা বিশ্ব আজ করোনা মহামারিতে বিপর্যস্ত। দুর্গা পূজার নবমীতে বন্দর বাজার দুর্গা মন্দিরে করোনা প্রতিরোধে এক প্রার্থনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাসিক ২২ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও সাধারণ সম্পাদক কদম রসূল পৌর যুবলীগ কাজী জহিরুল ইসলাম জহির। সভার আয়োজন ও সঞ্চালনায় ছিলেন উজ্জল চন্দ্র দে যুগ্ম সাধারণ সম্পাদক বন্দর বাজার দুর্গা মন্দির ও সহ প্রচার সম্পাদক মহানগর স্বেচ্ছাসেবক লীগ।
সভায় প্রধান অতিথি জহিরুল ইসলাম জহির বলেন- শেখ হাসিনা সরকারের আমলে আমাদের দেশে হিন্দু সম্প্রদায়ের লোক ভারতের চেয়ে ও শান্তিতে থাকে। এই দুর্গা মন্দির স্থায়ী করার জন্য আমার পক্ষে যা করা সম্ভব আমি করব। বর্তমানে দেশে করোনা মহামারি চলছে তাই আপনারা অবশ্যই মাক্স পরবেন, সাবান দিয়ে হাত ধোবেন, নিরাপদ দুরত্ব বজায় রেখে পূজা পালন করবেন।
বিশেষ অতিথি হিসাবে সভায় আরও উপস্থিত ছিলেন- বাবু হরি সাহা সভাপতি বন্দর বাজার দুর্গা মন্দির, সুনিল বর্মন সহ সভাপতি বন্দর বাজার দুর্গা মন্দির, দুলাল কর্মকার সাধারণ সম্পাদক বন্দর বাজার দুর্গা মন্দির, লোকনাথ সাহা যুগ্ম সাধারণ সম্পাদক বন্দর বাজার দুর্গা মন্দির, মহিলা নেত্রী শাওন অঙ্কন প্রমূখ।
Leave a Reply