বন্দর প্রতিনিধি: বন্ধুদের নিয়ে নিজের স্ত্রীকে পালাক্রমে ধর্ষণের মামলায় গ্রেপ্তারকৃত স্বামী শাহজালালের পর এবার তার বন্ধু ইমন খানকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। গত ১৬ নভেম্বর সোমবার রাতে বন্দর খানবাড়ী এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। যার মামলা নং ২৭(১০)২০। গ্রেপ্তারকৃত লম্পট ইমন খান ওরফে ইমু (৩২) বন্দর একরামপুর এলাকার হাবিবুর রহমান ওরফে হবির ছেলে। পরে এই মামলার তদন্তকারি কর্মকর্তা সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) রুহুল হাওলাদার গ্রেপ্তারকৃত চিহিৃত লম্পট ইমন খান ওরফে ইমুকে ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে গত ১৭ নভেম্বর মঙ্গলবার দুপুরে ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করলে ১৮ নভেম্বর বুধবার নারায়ণগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুন এর আদালতে ১ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
কোর্ট পুলিশের এ এস আই ফেরদাউস বলেন-এ মামলার প্রধান আসামী শাহজালালকে ২ বার রিমান্ডে নেওয়া হয়েছে। এ মামলার আসামী ইমন খানকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে উঠায়। পরে শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করে বিজ্ঞ আদালত।
ঘটনার বিবরনে জানা যায়- শাহজালাল এর ২য় স্ত্রী ছিল এ মামলার ভুক্তভোগী গৃহবধূ (২০)। বিয়ের কয়েক দিন যেতে না যেতেই লম্পট শাহজালাল তার প্রথম স্ত্রী শারমিনের সাথে যোগাযোগ শুরু করে। ধর্ষণের শিকার হওয়া নারীকে যৌতুকের জন্য শারীরিক ও মানুষিকভাবে নির্যাতন শুরু করে। এই নির্যাতন সহ্য করতে না পেরে ভুক্তভোগী নারী শাহজালাল এর সাথে বিবাহ বিচ্ছেদ করে। বিবাহ বিচ্ছেদ এর পর থেকে শাহজালাল আবার ভুক্তভোগী নারীকে বিয়ে করার জন্য প্রস্তাব দেয়, কিন্তু ভুক্তভোগী নারী শাহজালালকে বিয়ে করতে অনিহা প্রকাশ করলে গত ১৮ অক্টোবর ভুক্তভোগী নারীকে সোনারগাঁও মোগড়াপাড়া ব্রীজের নিচে যেতে বলেন। পরে ঐ নারী সেখানে গেলে তাকে একটি কালো কাচ ওয়ালা সাদা মাইক্রোবাসে তার স্বামী শাহজালাল়় ়হাবিব(২৭) পারভেজ (২৯) সহ অজ্ঞাত নামা ১ এক জন হাত পা,চোখ বেধে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে নারীর ইচ্ছার বিরুদ্ধে তাকে একাধিকবার ধর্ষণ করে। তারপর ভুক্তভোগী নারীকে আবার চোখ, হাত পা, বেঁধে সোনারগাঁ টিপরদী কংকা ফ্যাক্টরীর সামনে ফেলে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন ভূক্তভোগী ঐ নারীকে মুমূর্ষ অবস্থায় রাস্তায় পরে থাকতে দেখে চিকিৎসার জন্য সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তারপর ধর্ষণের শিকার এই নারীর বড় ভাই সোনারগাঁ থানায় গিয়ে ২২ অক্টোবর ধর্ষনও নারী নির্যাতন মামলা দায়ের করেন।
Leave a Reply