শিশু রাষ্ট্র বাংলাদেশের প্রতিষ্ঠালগ্নে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ গঠনের লহ্মে যুব সমাজকে কাজে লাগানোর উদ্দেশ্যে শেখ ফজলুল হক মনির নেতৃত্বে ১৯৭২ সালের ১১ নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে যুব কনভেশনের মাধ্যমে বাংদেশে আওয়ামীযুবলীগ প্রতিষ্ঠা করেন। নাসিক ৮ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মোঃ আক্তার হোসেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক মিলাদ দোয়া ও কেক কাটার অনুষ্ঠানের আয়োজন করেন।
বঙ্গবন্ধুর আদর্শের আদলে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুবসমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়েই প্রতিষ্ঠিত হয় এই সংগঠন। গত চার দশকের বেশি সময় ধরে দীর্ঘ লড়াই-সংগ্রাম ও হাজারো নেতাকর্মীর আত্মত্যাগের মাধ্যমে যুবলীগ আজ দেশের সর্ববৃহৎ যুব সংগঠনে
পরিণত হয়েছে। আজ যুবলীগ এর ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীযুবলীগের সংগ্রামী সভাপতি জনাব শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনুর উদ্যোগে রেলি মিলাদ মাহফিল ও কেক কাটার মাধ্যমে আজকের আয়োজন শুরু হয়। যার ধারাবাহিকতায় বাদ মাগরিব নারায়নগঞ্জ মহানগর ৮ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মোঃ আক্তার হোসেন এর উদ্যোগে আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মিলাদ,দোয়া ও কেক কাটার আয়োজন করা হয়।
উক্ত মিলাদ,দোয়া ও কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১০নং ওয়ার্ড কমিশনার ইফতেখার আলম খোকন, নারায়নগঞ্জ জেলা যুবলীগের সদস্য ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮ নং ওয়ার্ড কমিশনার রুহুল আমিন মোল্লা, সিদ্ধিরগঞ্জ থানা জাতীয় পার্টির সভাপতি কাজি মহাসিন, এইচ এম মাহবুব আলম,কাজি নাজমুল ইসলাম বাবুল,ডাক্তার এম এ মোতালেব, মোঃ শাহজাহান হোসেন, মোঃ সেকেন্দার আলী, মোঃ ইয়াছিন মিয়া এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ও ভ্রাতৃত্ব পূর্ণ সংগঠন ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগ,শ্রমিক লীগ,যুব মহিলা লীগ,মহিলা লীগ,তাঁতী লীগ,মৎস্যজীবী লীগ সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply