বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী ১১ ই নভেম্বর। এ বছর যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী। ঢাকা মহানগর উত্তর তেজগাঁও থানার যুবলীগ নেতা মহিন হোসেন ইলিয়াস (মহিন) বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও মোবারকবাদ জানান।
বর্তমান খবর প্রতিনিধির সাথে আলাপচারিতায় ঢাকা মহানগর উত্তরের তেজগাঁও থানা যুবলীগ নেতা মহিন বলেন- আজ থেকে ৪৭ বছর আগে বাংলাদেশ আওয়ামীলীগকে আরও শক্তিশালী করার জন্য,দেশ গঠনে যুবকদের আরও সক্রিয়ভাবে কাজে লাগানোর প্রয়োজনীয়তা অনুভব করেন জাতির জনক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর নির্দেশনায় শেখ ফজলুল হক মনি বাংলাদেশ আওয়ামী যুবলীগ গঠন করেন।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ জন্মলগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত দেশের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ আওয়ামীলীগের একটি গুরুত্বপূর্ণ অঙ্গসংঘঠন হিসাবে কাজ করে যাচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী,বঙ্গবন্ধু কন্যা,জননেত্রী শেখ হাসিনার অদূদর্শিতায় ও সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী যুবলীগ আজ দেশের মানুষের কাছে আস্থার প্রতিক হয়ে দাড়িয়েছে। ১১ ই নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা,অভিনন্দন ও মোবারকবাদ জানাই। শীতকাল শুরু হচ্ছে, তাই এই সময় করোনার প্রকোপ বেড়ে যেতে পারে তাই আপনার, আপনার পরিবারের ও দেশের স্বার্থে করোনা প্রতিরোধে আসুন আমারা সবাই মাক্স পরি,নিয়মিত সাবান দিয়ে হাত ধুই এবং সবরকম করোনা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
Leave a Reply