ইউসুফ আলী প্রধান (স্টাফ রিপোর্টার):
শনিবার (৩০ জানুয়ারী) সন্ধ্যায় নারায়নগঞ্জ জেলার বন্দর থানার নবীগঞ্জে অবস্থিত খোয়াব খানা ফাষ্ট ফুড এন্ড রেষ্টুরেন্টে জাতীয় নিঃস্বার্থ মানবাধিকার সোসাইটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বাংলাদেশ পঞ্চায়েত পার্টির মুখপাত্র, জাতীয় নিঃস্বার্থ মানবাধিকার সোসাইটির সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মাসুদুর রহমান মাসুদকে “এম আর সাংস্কৃতিক একাডেমী” এর বর্ষপূর্তি উপলক্ষে “আজিজ রেজা সম্মাননা” পদকে ভূষিত হওয়ায় জাতীয় নিঃস্বার্থ মানবাধিকার সোসাইটির পক্ষ থেকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় আলোচনা সভায় আরোও উপস্থিত ছিলেন জাতীয় নিঃস্বার্থ মানবাধিকার সোসাইটি’র সুযোগ্য চেয়ারম্যান রহিম শেখ, ভাইস চেয়ারম্যান সামসুল ইসলাম, যুগ্ম মহাসচিব নূর-এ-আজাদ, নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদক মো.আরিফ হোসেন, পরিদর্শক বিল্লাল হোসেন, বাপ্পি আহাম্মেদ, মুছাপুর ইউনিয়নের সকল সদস্যবৃন্দ, বাংলাদেশ পঞ্চায়েত পার্টির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ সুমন, বন্দর থানা শাখার সভাপতি আঃ আউয়াল প্রমুখ।
Leave a Reply