- প্রচ্ছদ
- নারায়নগঞ্জ, সিদ্ধিরগঞ্জ
- বাংলাদেশ মানে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ- আওয়ামীলীগ নেতা মহসিন ভূইয়া।
- প্রকাশিতঃ আগস্ট, ১৫, ২০২০, ১:১১ অপরাহ্ণ
-
১৩১ বার দেখা হয়েছে
সুজলা,সুফলা, শষ্য, শ্যামলা,আমাদের এই বাংলাদেশ। এই দেশের মাটি,মানুষ, শষ্য,প্রকৃতি সবকিছুতে মিশে আছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ বলতে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে চিনি বলেন- নাসিক ০৮ নং ওয়ার্ড চৌধুরী বাড়ি বাসষ্টান্ড ব্যবসায়ি এসোসিয়েশন সভাপতি ও আওয়ামী লীগ নেতা মহসিন ভূইয়া।
বর্তমান খবর প্রতিনিধিকে আওয়ামী লীগ নেতা মহসিন ভূইয়া বলেন- বঙ্গবন্ধু,যার ডাকে সাড়া দিয়ে, বাংলাদেশের আপামর জনসাধারণ, ছাত্র, জনতা যুদ্ধে জাপিয়ে বাংলাদেশকে শত্রু মুক্ত করে স্বাধীনতা অর্যন করেছিল তিনি শেখ মুজিবুর রহমান। তিনি বাংলাদেশের স্থপতি। বাঙালি জাতির জনক।
১৯৭৫ সালের ১৫ ই আগষ্ট কিছু স্বাধীনতা বিরোধী শক্তি, কিছু পথভ্রষ্ট সেনা সদস্য,বিদেশী শক্তির পরোচনায় স্বপরিবারে জাতির জনক শেখ মুজিবুর রহমানকে হত্যা করে। বাঙালির ইতিহাসে রচিত হয় এক কালো অধ্যায়। থমকে যায় সারা বিশ্ব। তিব্র নিন্দার ঝড় উঠে চারদিকে। একজন বাঙালি হিসাবে আমি এই নিন্দনীয় ও নারকীয় হত্যাকান্ডের পরিপূর্ণ বিচার চাই। বিদেশের মাটিতে এখনো যে সব খুনি লুকিয়ে আছে তাদের আইনের আওতায় নিয়ে শুষ্ঠু বিচারের দাবি জানাই। ১৫ ই আগষ্টের বঙ্গবন্ধু ও তার পরিবারসহ সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করি।
সংবাদ টি শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ’বর্তমান খবর'কে জানাতে ই-মেইল করুন- bartomankhobar@gmail.com’ আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
এ বিভাগের আরও খবর...।
Leave a Reply