আদমজী -চাষাড়া সাইডিং এর রেল রাস্তাটি বিগত প্রায় ৩৫ বছর যাবত রেল চলাচল বন্ধ আছে। রেলওয়ের পরিত্যক্ত রাস্তার দুইপাশে দীর্ঘদিন যাবত ভূমিহীন জনগণ ঘরবাড়ি তুলে বসবাস করছে দোকানপাট করে ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যবসা করে দিন চালাচ্ছে। কিছুদিন পূর্বে কোন প্রকার আগাম নোটিশ ছাড়া বাংলাদেশ রেলওয়ে থেকে বসতি ও দোকানপাট উচ্ছেদ এর ব্যাপারে রেকর্ডিং করা একটি উচ্ছেদের ঘোষণা দেয়া হয়। এই উচ্ছেদ প্রতিরোধে আওয়ামী লীগ নেতা ও প্রতিরোধ কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম ভূঁইয়া রেলওয়ে জায়গায় বসবাসকারী জনগণকে নিয়ে এক জনসমাবেশের আয়োজন করেন।
জনসমাবেশে উচ্ছেদের প্রতিবাদে বক্তব্য রাখেন চৌধুরীবাড়ী রেললাইন এর ব্যবসায়িক তবারক মুন্সি, বসবাসকারী সাবেক মেম্বার আলী হোসেন গাজী, বিএনপি নেতার সাগর প্রধান, উচ্ছেদ প্রতিরোধ কমিটির সচিব আমিনুল হক প্রধান, বিএনপি নেতা মাসুম প্রদান, চৌধুরীবাড়ী আদর্শ বাজার কমিটির সভাপতি বিএনপি নেতা আইনুল হক, সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত মন্টু ঘোষ বলেন -কোন জায়গায় একজন ভূমিহীন যদি ৬০বছর বসবাস করে তবে সেই জায়গায় ওই বসবাসকারীর একটি অধিকার এসে যায়, এখানে যারা বসবাস করেন তারা সর্বপ্রথম একটি কমিটি তৈরি করুন, যাতে করে এই কমিটির মাধ্যমে মাননীয় এমপি সাহেব, প্রয়োজনে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বরাবর আপনারা আপনাদের প্রস্তাব উপস্থাপন করতে পারেন। উচ্ছেদ প্রতিরোধ কমিটির আহ্বায়ক ও আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম ভূঁইয়া সভাপতির বক্তব্যে বলেন -আমরা এখানে প্রায় ৩০ বছর ৫০বছর ৭০ বছর ধরে ঘর বাড়ি করে বসবাস ও দোকানপাট করে কোন রকমে দিন পার করছি। আমরা ভূমিহীন, সরকারের উন্নয়নের জন্য কোনো বাধা নেই। সরকারের উন্নয়নমূলক কাজের জন্য যতটুকু জায়গা প্রয়োজন ততটুকুই সরকার নিয়ে যাক, তাতে কোনো আপত্তি নেই কিন্তু সব যদি উচ্ছেদ করে দেয়, আমরা ভূমিহীনরা যাব কোথায়? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভূমিহীনদের জন্য জমি ঘর বাড়ি তৈরি করে দিচ্ছেন আমাদের পূনর্বাসনের ব্যবস্থা কি আমরা পাবোনা? রোহিঙ্গারা এসে আশ্রয় নিয়ে ঘর পাচ্ছে. জায়গা পাচ্ছে. আমরা এদেশের নাগরিক তাহলে আমরা কি তা পেতে পারি না? আমাদের সময় দিন. কোন পুনবাসনের ব্যবস্থা করুন।
Good news,thanks for writer