ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ রেল পথ মন্ত্রনালয়ের অনেক জায়গা অব্যবহৃত পড়ে আছে, অনেক জায়গায় রেল পথ বন্ধ হয়ে আছে দির্ঘ দিন যাবৎ আর এ সুযোগে স্থানীয় রাজনৈতিক নেত্রীবৃন্দ তাদের রাজনৈতিক প্রভাব খাটিয়ে রেল পথ মন্ত্রনালয়ের এ অব্যবহৃত জায়গায় দখল, জবর দখল করে গড়ে তুলছে অবৈধ স্থাপনা। পেশি বলে রাষ্ট্রিমালিকানা জায়গার দখল বিক্রি করে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। নারায়ণগঞ্জ জেলার আদমজী-চাষাঢ়া সাইডিং রোডের প্রায় আট কিলোমিটার রেল পথ মন্ত্রনালয়ের জায়গাটি এমনি একটি জায়গা যেখানে চলছে দখল, জবর দখল এবং বিক্রির মহোউৎসব।
প্রায় ত্রিশ বছর যাবৎ আদমজী – চাষাঢ়ার সাইডিং রোডটিতে রেল চলাচল বন্ধ আছে। বৃট্রিশ আমল থেকে শুরু করে প্রায় নব্বই দশক পর্যন্ত এ রোডটি খাদ্য ও কাচামাল পরিবহনের কাজে ব্যবহৃত হতো। এ পথে রেল চলাচল বন্ধ হওয়ার পর থেকেই মুলত রাজনৈতিক প্রভাব খাটিয়ে স্থানীয় নেতা কর্মীরা শুরুকরে দখল, জবর দখল ও বিক্রির খেলা। এখানে গড়ে উঠে বিভিন্ন মিল কারখানা, হাট-বাজার দোকানপাঠ ও বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং ঘর বাড়ী। এতে করে অনেক সময় বিশৃংখলা ও অরাজগতার অনাকাক্ষিত ঘটনা ঘটে । কিছু দিন পূর্বে নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশন ঐ বন্ধ রেল পথের উপর কিছু কিছু অংশে গাড়ী চলাচলের জন্য তেইশ ফিট প্রসস্থ রাস্তা তৈরী করে। রেলপথ মন্ত্রনালয় থেকে এ সমস্ত অব্যবহৃত জায়গা উদ্ধার কল্পে উচ্ছেদ অভিযান পরিচালনার ঘোষনা দেয়া হয়েছিল কিন্তু তা এখনো বাস্তবায়ন হয়নি। এমতাবস্থায়, আবারো শুরুহয়েছে দখল, জবর দখল ও বিক্রির মহোউৎসব ফলে কিছু কিছু জায়গায় সংঘাতময় পরিস্থিতির উদ্ভব হয়।
Leave a Reply